মাধবপুর প্রতিনিধি

২৫ ফেব্রুয়ারি , ২০১৭ ১৬:২৬

মাধবপুরে শ্বশুর হত্যা : জামাতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের রতপুর গ্রামে সিঁদ কেটে ঘরে প্রবেশ করে শ্বশুর কামাল মিয়াকে কুপিয়ে হত্যা ও স্ত্রী, শাশুড়ি, শ্যালিকা ও এক যুবককে আহত করার ঘটনায় ৮ দিন পর থানায় মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে নিহতের ভাই দুলাল মিয়া জামাতা সাজু মিয়া কে প্রধান আসামী করে ১১ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাত ৭/৮ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ সত্যতা নিশ্চিত করে জানান, আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গত ১৭ ফ্রেরুয়ারী রাতে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের রতপুর গ্রামের কামাল মিয়ার মেয়ের জামাতা সাজু মিয়া ও তার সহযোগীরা সিঁদ কেটে ঘরে প্রবেশ করে কামাল মিয়া, কামালের স্ত্রী সাহেরা খাতুন (৪৩), মেয়ে নুর জাহান (২৫), নেক জাহান (১৮) ও ভাগিনা স্বপন মিয়া (১৯) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এ হামলার ঘটনায় কামাল মিয়া মারা যান। আহতরা এখনো সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

 

আপনার মন্তব্য

আলোচিত