সিলেটটুডে ডেস্ক

২৫ ফেব্রুয়ারি , ২০১৭ ১৬:৪৫

সিলেট-জকিগঞ্জ সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

সিলেট-জকিগঞ্জ সড়ক সংস্কার ও গণসচেতনতা সৃষ্টির লক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট জেলা শাখার উদ্যোগে শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে কদমতলী মুক্তিযোদ্ধা চত্বরে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

সিলেট জেলা শাখার সভাপতি সংগঠক এম বাবর লস্করের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক শাহ মোঃ লোকমান আলীর পরিচালনায় মানববন্ধন পরবর্তী সভায় সড়ক দুর্ঘটনা রোধে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেছেন, সিলেট-জকিগঞ্জ সড়ক আগামী দু’সপ্তাহের মধ্যে সংস্কার করা না হলে নিসচা সিলেট জেলা শাখা সর্বসাধারণকে সাথে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করবে। বক্তারা আরো বলেন, সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জের হাজার হাজার মানুষ বিভাগীয় শহর সিলেটে প্রতিদিন আসা যাওয়া করেন। কিন্তু দুঃখের বিষয় দীর্ঘদিন থেকে সংস্কার বিহীন সড়ক যান চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। যা দেখেও দেখার কেউ নেই। খানা-খন্দ, ভাঙ্গা চুড়া রাস্তা যেন মাছ চাষের উপযোগী হয়ে পড়েছে। তাই সিলেট-জকিগঞ্জ সড়ক অবিলম্বে সংস্কার করতে সড়ক ও জনপদ বিভাগ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান বক্তারা।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন নিসচা উপদেষ্টা ও সিলেট মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল খালিক, জকিগঞ্জ-কানাইঘাট উন্নয়ন বাস্তবায়ন সংস্থার সভাপতি এম এ মতিন চৌধুরী, সিসিক কাউন্সিলর শামীমা স্বাধীন, নিসচা সিলেট জেলার সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি জহিরুল ইসলাম মিশু, সিলেট কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ এহছানুল হক তাহের, গ্রেটার সিলেট ল’ গ্র্যাজুয়েট এসোসিয়েশনের সভাপতি মো. কামাল আহমদ, নিসচা মহানগরের আহ্বায়ক এম. ইকবাল হোসেন, অনলাইন ড্রিম সিলেটের চেয়ারম্যান শেখ তোফায়ের আহমদ সেফুল, নিসচা গোলাগপঞ্জ উপজেলার প্রতিষ্ঠাতা সভাপতি জুবের আহমদ।

মো. কামাল আহমদ, এম. ইকবাল হোসেন, শেখ তোফায়ের আহমদ সেফুল, জুবের আহমদ। সভায় স্বাগত বক্তব্য রাখেন নিসচা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আশরাফ উদ্দিন রুবেল।

অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জাহেদ আহমদ, মো. আব্দুর রহমান, কবির আহমদ খান, মাহমুদ হোসেন খান, ফুরকান আহমদ তালুকদার, এম রফিকুল আলম, আব্দুল মুকিত লস্কর, আব্দুল মুকিত রেজা, আব্দুল মজিদ, প্রভাষক ফয়ছল আহমদ, জামাল উদ্দিন, আলী আহসান হাবিব, সায়রুল আহমদ স্বপন, এটিএম হামিদ, সাদেক আহমদ তালুকদার, শেখ আবু তাহের, কাজী আবুল হাসনাত, হাবিবুর রহমান এহসান, অসিম পাল, জনি আহমদ, আমিরুল ইসলাম প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত