এমসি কলেজ প্রতিনিধি

২৫ ফেব্রুয়ারি , ২০১৭ ২২:৩৫

শিক্ষাবিদ অধ্যাপক শামসুল হুদা স্মরণে শোকসভা অনুষ্ঠিত

মুরারিচাঁদ কলেজের (এমসি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর শামসুল হুদা'র প্রয়াণে সিলেটে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় জেলা পরিষদ মিলনায়তনে সিলেট সরকারী কলেজ অধ্যক্ষ ও শোকসভা পর্ষদ এর আহ্বায়ক অধ্যাপক আতাউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও মেট্রোপলিটন ইউনিভার্সিটি ভিসি ড. সালেহউদ্দীন আহমদ।

এমসি কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শামীমা আকতার চৌধুরী ও মদনমোহন কলেজের সহযোগী অধ্যাপক রজত ভট্টাচার্যের যৌথ সঞ্চালনায় শোকসভায় গুণী এ শিক্ষাবিদকে স্মরণ করে বক্তব্য রাখেন, মেট্রোপলিটন ইউনিভার্সিটির এমিরেটাস অধ্যাপক আব্দুল আজিজ, অধ্যাপক আব্দুল বাকী চৌধুরী, অধ্যাপক হারুনুর রশীদ, ড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন, অধ্যাপক ড. মো: নজরুল হক চৌধুরী, অধ্যাপক লে. কর্নেল এম. আতাউর রহমান, অধ্যাপক নিতাই চন্দ্র চন্দ। শোকসভায় উপস্থিত ছিলেন শামসুল হুদার বড় ছেলে যুক্তরাজ্য প্রবাসী শাহেদ শামস।

শোকসভায় সদ্যপ্রয়াত শিক্ষাবিদের জীবন ও কর্মের স্মৃতিচারণে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন অনেকে সহকর্মীরা। অসাম্প্রদায়িক, আধুনিক চিন্তা-চেতনা মনস্ক শিক্ষকের প্রয়াণ সিলেটের শিক্ষাঙ্গনের অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করেন বক্তারা। শোকসভায় সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বর্তমান ও প্রাক্তন অধ্যক্ষদের পাশাপাশি শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন।

১৯৩৭ সালে সিলেটের বিয়ানীবাজারে জন্ম নেয়া এ শিক্ষাবিদ চলতি বছরের ৩০শে জানুয়ারি মৃত্যুবরণ করেন। প্রফেসর শামসুল হুদা সর্বশেষ শাবিপ্রবি ট্রেজারারের দায়িত্ব পালন করেন। এমসি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক পদ মর্যাদার প্রথম বিভাগীয় প্রধানও ছিলেন তিনি।

আপনার মন্তব্য

আলোচিত