সিলেটটুডে ডেস্ক

২৬ ফেব্রুয়ারি , ২০১৭ ০১:৫৫

যুক্তরাষ্ট্রে খুন হওয়া জাকিরের মরদেহ সিলেট আসছে আজ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ কমিউনিটির পরিচিত মুখ, ব্যবসায়ী জাকির আহমদ খানের মরদেহ দেশে আসছে আজ (রোববার)।

এদিন সকালে এ্যামিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছুবে। সেখান থেকে মরদেহ সিলেটের ফেঞ্চুগঞ্জ পাঠানটিলা এলাকায় নিজ বাড়িতে পৌঁছুবে।

নিহত জাকির আহমদ খানের বড় ভাই জুবের আহমদ খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিমানের ফ্লাইট সিডিউলে ঠিক থাকলে রোববার সকাল ৮টায় পৌঁছার কথা রয়েছে। এর আগে গত শুক্রবার বাদ জুমা যুক্তরাষ্ট্রের পার্কচেস্টার জামে মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। ওই রাতেই এ্যামিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ বাংলাদেশের উদ্দেশ্যে নিয়ে রওয়ানা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান,  জাকিরের দ্বিতীয় জানাজার নামাজ রোববার বিকেল সোয়া ৫টায় সিলেটের ফেঞ্চুগঞ্জ কাসিম আলী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা। জানাজা শেষে পাঠানবাড়ী পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব জাকির আহমদ খান পার্কচেস্টার আবাসন ব্যবসায়ী ছিলেন। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় নিউইয়র্ক ব্রঙ্কস এলাকায় নিজ বাসভবনের সামনে তিনি খুন হন। বাড়ির মালিক মিশরীয় বংশোদ্ভূত তাহা মাহরানের ছুরিকাঘাত করে তাকে খুন করেন।

আপনার মন্তব্য

আলোচিত