নিউজ ডেস্ক

০৯ জানুয়ারি, ২০১৫ ১৪:৩৯

শমসের মবিনের মুক্তির দাবিতে জেলা ও মহানগর বিএনপির মিছিল, বিবৃতি দিলো জিয়া পরিষদ

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রদূত শমসের মবিন চৌধুরীর গ্রেফতারের প্রতিবাদে মিছিল করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি। মুক্তির দাবি জানিয়েছে জিয়া পরিষদ সিলেট।


সিলেটের দক্ষিণ সুরমায় বিক্ষোভ মিছিল করেছে জেলা ও মহানগর বিএনপি। শুক্রবার সকাল ১১টার দিকে স্টেশন রোড এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশ করে বিএনপি নেতাকর্মীরা। 


মিছিল থেকে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী ও ছাত্রদল নেতা আবদুল্লাহ সাফি সাহেদের মুক্তির দাবি জানানো হয়।



মিছিল ও সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল মান্নান, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট হাবিবুর রহমান হাবিব, মিফতাহ সিদ্দিকী, মাহবুব চৌধুরী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, যুবদল নেতা হোসেন আহমদ রুহুল, বিএনপি নেতা মামুনুর রহমান মামুন, আল মামুন খান, রুহুল কুদ্দুস হামজা, সিরাজুল ইসলাম, মো. কাওছার চৌধুরী, আজিজুর আহমদ আজিজ, আলী রুবেল, ওয়াহিদুস সামাদ পাপ্পু, মনজুর হোসেন মজনু, রুবেল আহমদ, গিয়াস উদ্দিন, মাহবুব আলম, মামুন আহমদ মজনু, মর্তুজা আহমদ, কাওছার হোসেন রকি, হোসেন খান এমাদ, এমরান হোসেন লিটন, রুমেল আহমদ, নুরুল হোসেন, আরিফ হোসেন জয়,নাহিদ হোসেন, রাসেল আহমদ, শাহীন শাহ, মন্জুর আহমদ, জাহাঙ্গীর আহমদ, রুবেল আহমদ, জুবেল আহমদ, জামাল আহমদ, সজল আহমদ প্রমুখ। সংবাদ সূত্র প্রেস বিজ্ঞপ্তি। 



এদিকে অপর এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী বীরবিক্রমের নি:শর্ত মুক্তির দাবি জানিয়েছে জিয়া পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ। 



এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন- অবিলম্বে শমসের মবিন চৌধুরীকে নিঃশর্ত মুক্তি না দিলে বৃহত্তর সিলেটসহ সারাদেশে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
 


নেতৃবৃন্দ বলেন, মহান মুক্তিযুদ্ধে শমসের মবিন চৌধুরী বীরবিক্রমের অবদান অসামান্য। সাবেক সফল পররাষ্ট্র সচিব ছাড়াও তিনি আমেরিকা, কানাডা, চীন, শ্রীলংকাসহ বিশ্বের বিভিন্ন দেশে কুটনীতিকের দায়িত্ব পালন করে সমগ্র বিশ্বের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাকে আটক করে সরকার নির্লজ্জ আচরণের পরিচয় দিয়েছে। 



বিবৃতিদাতারা হলেন- জিয়া পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি প্রকৌশলী আশফাক আহমদ, সাধারণ সম্পাদক সাংবাদিক সিরাজুল ইসলাম, সিলেট মহানগর জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক ডা. আরিফ আহমেদ মোমতাজ রিফা, সিনিয়র সহ-সভাপতি নিজাম ইউ জায়গীরদার, সহ-সভাপতি অধ্যক্ষ জিল্লুর রহমান শুয়েব, হোসেন আহমদ চৌধুরী দুলাল, জেলা সাংগঠনিক সম্পাদক এডভোকেট আল আসলাম মুমিন, মহানগর সাংগঠনিক সম্পাদক কাজী জলিল, প্রচার সম্পাদক সাহেদ আহমদ।

আপনার মন্তব্য

আলোচিত