নিজস্ব প্রতিবেদক

১৫ মে, ২০১৭ ১৮:১১

সিলেটে টিসিবির মাধ্যমে চারটি পণ্য বিক্রি শুরু

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিব)-এর মাধ্যমে সিলেটে চারটি পণ্য বিক্রি শুরু হয়েছে। সোমবার থেকে ট্রাকে করে ডাল, চিনি, ছোলা ও সোয়াবিন তেল বিক্রি শুরু করে টিসিবি। সিলেট শহরে ৫ জন, মৌলভীবাজার, মৌলভীভাজার ও হবিগঞ্জ শহরে দুইজন ডিলারের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে।
 
১৮ জুন পর্যন্ত টিসিবির পণ্য বিক্রি চলবে বলে জানিয়েছেন সংশ্লিস্টরা। সোমবার প্রথম দিনেই টিসিবির পন্য কিনতে ভিড় করেন ক্রেতারা। নগরীর সুরামা মার্কেট এলাকায় গিয়ে দেখা যায়, ট্রাকে করে টিসিবির পণ্য বিক্রয় করা হচ্ছে। ট্রাককে ঘিরে ভিড় করেছেন ক্রেতারা। তক্রেতাদের অভিযোগ, ডিলারদের কাছে পর্যাপ্ত পন্য নেই।

টিসিবির সিলেট অফিস প্রধান ইসমাইল মজুমদার জানিয়েছেন, প্রতি কেজি ডাল ৮০ টাকা, চিনি ৫৫ টাকা, ছোলা ৭০ টাকা, তেল ৮৫ টাকা দরে বিক্রি হচ্ছে। একজন ডিলারকে প্রতিদিন ১২শ' কেজি করে পণ্য দেওয়া হচ্ছে।

একজন ক্রেতা যে কোনো পণ্য দুই কেজি করে নিতে পারবেন বলে জানান তিনি।

আপনার মন্তব্য

আলোচিত