শ্রীমঙ্গল প্রতিনিধি

১৭ জুন, ২০১৭ ২১:৩৮

ঈদ মৌসুমেও শ্রীমঙ্গলে পোষাক ব্যবসায় মন্দা

আর মাত্র কয়েক দিন পরে ঈদুল ফিতর। ঈদে নতুন জামা কাপড় কেনার জন্য পোষাকের দোকানে ভিড় করেন সববয়সী মানুষ। তাই এই সময়ের জন্য অপেক্ষায় থাকেন বিক্রেতারা।

তবে এবার মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেয় বিপনী বিতান গুলোতে দেখা যায় তার ভিন্নচিত্র। এবার ঈদ মৌসুমে ব্যবসায় মন্দা চলছে।

সরেজমিনে বিভিন্ন শপিং মহলে ঘুরে দেখা যায় বেশিরভাগ ব্যবসায়ী বসে এবং আড্ডা দিয়ে সময় কাট্চ্ছেন। কিছু কিছু ব্যবসা প্রতিষ্ঠানে ক্রেতা দেখা গেলও অধিকাংশ ক্রেতা পন্য ক্রয় না করে দেখে যাচ্ছেন।

ব্যবসায়ীদের সাথে কথা বললে তারা জানান, এখনো ক্রেতা সমাগম হচ্ছে না যে কজন ক্রেতা আসছে তারা দেখার জন্য আসছেন ক্রয়ের জন্য না এই নিয়ে অংশকায় আছি। আরেক ব্যবসায়ী জানায় ভাই ঈদকে সামনে রেখে ব্যাংক লোন নিয়ে মাল তুলছি কিন্তু এখনো পর্যন্ত কাস্টমার নাই বেচাবিক্রি নাই কইলে হয় তবে আশাবাদি আর কয়েকদিন পর কাস্টমার হবে বেচাবিক্রি হবে।

আপনার মন্তব্য

আলোচিত