নিজস্ব প্রতিবেদক

১৯ জুন, ২০১৭ ০০:৫২

সোমবার থেকে প্রকাশিত হবে না ‘সিলেটের ডাক’

ডিক্লারেশন বাতিলের প্রেক্ষিতে সোমবার থেকে সিলেটের ডাক প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে পত্রিকাটির কর্তৃপক্ষ। রোববার রাতে সিলেটের ডাক'র ভারপ্রাপ্ত সম্পাদক মো. আব্দুল হান্নান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত বৃহস্পতিবার রাগীব আলীর মালিকানাধীন পত্রিকা সিলেটের ডাক'র ডিক্লারেশন (প্রকাশনার অনুমোদন) বাতিল করেন সিলেটের জেলা প্রশাসক।

রোববার এই নোটিশ সিলেটের ডাক কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হয়।

পত্রিকাটির প্রকাশক রাগীব আলী আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত হওয়ায় প্রিন্টিং প্রেস অ্যান্ড পাবলিকেশন ডিক্লারেশন অ্যান্ড রেজিস্ট্রেশন অ্যাক্ট ১৯৭৩ এর সেকশন ২০ অনুযায়ী সিলেটের ডাক' ডিক্লারেশন বাতিল করা হয় বলে জানান জেলা প্রশাসক।

এরপর পত্রিকাটির কর্তৃপক্ষ সোমবার থেকে ডাক' প্রকাশনা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।

ভারপ্রাপ্ত সম্পাদক মো. আব্দুল হান্নান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শিগগিরই পত্রিকাটি নিয়মিত প্রকাশনায় আসবে বলে আমরা প্রত্যাশা করি। বিদ্যমান এই পরিস্থিতিতে আমরা সংশ্লিষ্ট সকল মহলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

আপনার মন্তব্য

আলোচিত