সিলেটটুডে ডেস্ক

১৯ জুন, ২০১৭ ১১:০৩

লাউয়াছড়ায় পাহাড় ধস,সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

মৌলভীবাজারের ভানুগাছে রেল লাইনের ওপর পাহাড় ধসে পড়েছে। সোমবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে। 
  
এরপর থেকে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। রেল চলাচল স্বাভাবিক করতে মাটি সরানোর কাজ শুরু করেছে রেল কর্তৃপক্ষ। 
  
জানা গেছে, এ ঘটনায় সিলেট থেকে ঢাকা ও চট্টগ্রামের পথে আটকা পড়েছে বেশ কয়েকটি ট্রেন। রেল লাইনের ওপর থেকে মাটি সরাতে কাজ করছেন  প্রায় ৩০ জন শ্রমিক। তবে প্রচণ্ড বৃষ্টি থাকায় কাজে ব্যঘাত ঘটছে। 
  
শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব ইন্সপেক্টর মো: মুজিবর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 
  
তিনি জানান, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি ভানুগাছ রেল স্টেশনের কাছাকাছি পৌঁনোর আগেই সকাল ৮টা ৫৫ মিনিটে স্টেশন মাস্টার খবর পান ভানুগাছ এলাকায় পাহাড় ধসে রেল লাইনের ওপর পড়েছে। 
  
তিনি সঙ্গে সঙ্গে কালনি এক্সপ্রেসকে ভানুগাছ রেল স্টেশনে থামিয়ে দেন। এরপরই রেল চলাচল স্বাভাবিক করতে মাটি সরানোর কাজ শুরু করে রেল কর্তৃপক্ষ। কিন্তু ভারী বর্ষণ থাকায় কাজে ব্যাহত হচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত