ওয়েব ডেস্ক

১১ জানুয়ারি, ২০১৫ ০২:৪৬

কয়েস লোদীকে ঠেকানোর ঘোষণা কাউন্সিলরদের একাংশের

পাল্টাপাল্টি ঘোষণায় নগরভবনে অপ্রীতিকর ঘটনার আশংকা

ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব নিতে আজ নগরভবনে যাবেন মেয়র প্যানেলের জ্যেষ্ঠ সদস্য, ৪নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী। অপরদিকে কয়েস লোদীকে ঠেকানোর ঘোষণা দিয়েছেন প্রতিপক্ষ কাউন্সিলররা। পাল্টাপাল্টি ঘোষণায় নগরভবনে অপ্রীতিকর ঘটনার আশংকা করা হচ্ছে।

সিলেট সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্বগ্রহণ নিয়ে বির্তকের মধ্যে শনিবার (১০ জানুয়ারি) কাউন্সিলরদের নিয়ে বৈঠক করেন রেজাউল হাসান কয়েস লোদী। দুপুরে হাউজিং এস্টেট এলাকায় কয়েস লোদীর বাসায় এ বৈঠক হয়। বৈঠকের আগে কয়েস লোদী মোবাইল ফোনে এসএমএস দিয়ে কাউন্সিলরদের আমন্ত্রণ জানান। বৈঠকে ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তাক আহমদ, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর তৌফিক বক্স লিপন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর দিনার খান হাসু, ১১নং ওয়ার্ড কাউন্সিলর রকিবুল ইসলাম ঝলক, ৮নং ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াস ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সিকন্দর আলী উপস্থিত হন। বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি।

এ ব্যাপারে রেজাউল হাসান কয়েস লোদী  বলেন- ‘আমি কাউন্সিলরদের দাওয়াত করেছিলাম। তাই আমন্ত্রণে তারা এসেছেন। এটা কোনো গোপন বৈঠক নয়।’ ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব নিতে আজ নগরভবনে যাবেন বলে জানিয়েছে কয়েস লোদী। অপরদিকে কয়েস লোদীকে দায়িত্ব গ্রহণ করতে দেওয়া হবে না বলে আবারও জানিয়েছেন তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব  আনা কাউন্সিলররা। কয়েস লোদীর বিরুদ্ধে সংবাদ সম্মেলনের পর গতকাল আবারও তাকে ঠেকানোর কথা বলেছেন ৬নং ওয়ার্ড কাউন্সিলরর ফরহাদ চৌধুরী শামীম। তিনি বলেন- ‘নগরবাসীর দায়িত্ব নিতে তাকে দেয়া হবে না। আমরা জনগণের জনপ্রতিনিধি। জনগণকে নিয়েই আমরা তাকে প্রয়োজনে বাঁধা প্রদান করবো।’
ভারপ্রাপ্ত মেয়র হিসবে ছালেহ আহমদ দায়িত্ব পালন করবেন জানিয়ে শামীম বলেন- ‘যে ব্যক্তি শহীদ মিনারে হামলা করে আমাদের চেতনায় আঘাত করতে পারে সেই ব্যক্তিকে সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মানবে না নগরবাসী।’

এ ব্যাপারে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেন, ‘শুনেছি কয়েস লোদী আজ ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব নিতে আসবেন।’

 

আপনার মন্তব্য

আলোচিত