নিউজ ডেস্ক

১১ জানুয়ারি, ২০১৫ ১২:২৬

বাঁধার মুখে দায়িত্ব নিতে পারেননি লোদী, মেয়রের চেয়ারে সালেহ

ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পেয়েও সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়রের রুমে ঢুকতে পারেননি প্যানেল মেয়র-১ রেজাউল হাসান কয়েস লোদী। কাউন্সিলরদের একাংশের বাধার মুখে তিনি আশ্রয় নিয়েছেন প্রধান নির্বাহী কর্মকর্তার রুমে। তবে সকাল থেকে ভারপ্রাপ্ত মেয়র দাবি করে মেয়রের চেয়ারে বসে আছেন প্যানেল মেয়র-২ এডভোকেট সালেহ আহমদ। এনিয়ে সালেহ ও লোদী পক্ষের কাউন্সিলরদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়- ভারপ্রাপ্ত মেয়রের পদ নিয়ে রবিবার সকাল থেকে নগরভবনে উত্তেজনা বিরাজ করছিল। সকাল ১০টার মধ্যে প্যানেল মেয়র-২ এর সমর্থক কাউন্সিলর রেজওয়ান আহমদ, ফরহাদ চৌধুরী শামীম, আবদুর রকিব তুহিন, সাইফুল আমিন বাকের, এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল, সৈয়দ তৌফিকুল হাদি, রোকসানা বেগম শাহনাজ, সালেহা কবীর শেপী, আমেনা বেগম রুমি ও দিবা রাণী দে মেয়রের কার্যালয়ে অবস্থান নেন। সকাল ১০টার দিকে মেয়রের চেয়ারে এসে বসেন প্যানেল মেয়র-২ সালেহ আহমদ।

আপনার মন্তব্য

আলোচিত