নিউজ ডেস্ক

১১ জানুয়ারি, ২০১৫ ২০:৪৬

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী ম্যাক্সি ও সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে নিহত ২, আহত ১০

হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহপুরে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী ম্যাক্সি ও সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০। আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাক্ষণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 


নিহতরা হলেন- উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের শিমুলঘর গ্রামের মুক্ত হোসেনের ছেলে ছফি মিয়া মোল্লা (৪০) ও তালাবর মোল্লার ছেলে মাশুক মিয়া মোল্লা (৪৫)।
 


এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, হবিগঞ্জ থেকে মাধবপুর যাওয়ার পথে শাহপুরে যাত্রীবাহী একটি অটোরিক্সাকে পেছন থেকে ধাক্কা দেয় যাত্রীবাহী ম্যক্সি। এতে অটোরিক্সাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অটোরিক্সার যাত্রী ছফি মিয়া মোল্লা ও মাশুক মিয়া মোল্লা নিহত হন।
 


গুরুতর আহত অবস্থায় গাজি মিয়া (৫০), তকদির মিয়া (২৭), জিলানি (২২), তাবারক মিয়া (৩০), মান্নান মোল্লাকে (৩২) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
 


শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি এজাজুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আপনার মন্তব্য

আলোচিত