বড়লেখা প্রতিনিধি

১১ অক্টোবর, ২০১৭ ১৯:৪০

বড়লেখায় অবৈধ জাল ও কাঠি বাঁধ উচ্ছেদ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় তালিমপুর ইউনিয়নের দর্শনা বিল এলাকায় অবৈধভাবে পেতে রাখা জাল এবং বড়লেখা সদর ইউনিয়নের ধামাই নদী থেকে কাঠি বাঁধ উচ্ছেদ করা হয়েছে।

বুধবার (১১ অক্টোবর) দুপুরে বড়লেখা উপজেলা মৎস্য বিভাগ অভিযান চালিয়ে দর্শনা বিল এলাকায় ফয়জুল মিয়া ও মুহিত বিশ্বাসের অবৈধভাবে পেতে রাখা জাল এবং সদর ইউনিয়নের ধামাই নদী থেকে বিটিস বিশ্বাস, মনাফ উদ্দিনসহ ৫ জনের কাঠি বাঁধ উচ্ছেদ করে।

বড়লেখা উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় ব্যানার্জী জাল ও কাঠিবাঁধ উচ্ছেদের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা জাল ও কাঠি বাঁধ উঠিয়ে নিয়ে এসেছি। এগুলো সরকারি জায়গায় পেতে রাখা হয়েছিল।’   

আপনার মন্তব্য

আলোচিত