সিলেটটুডে ডেস্ক

১২ অক্টোবর, ২০১৭ ১৮:০২

শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে নানামুখী পদক্ষেপ গ্রহণ করছে সরকার: এমপি ইমরান

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং স্থানীয় সাংসদ জননেতা ইমরান আহমদ বলেছেন, বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থাকে সর্বাধিক অগ্রাধিকার দিয়ে শিক্ষার মানোন্নয়নে কাজ করছে। সরকারের প্রধানমন্ত্রীর নির্দেশনায় একটি  আধুনিক ও স্বনির্ভর ডিজিটাল বাংলাদেশ গড়তে শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে গোয়াইনঘাট মডেল উচ্চ বিদ্যালয়কে জাতীয়করণে তালিকাভুক্ত করায় বিদ্যালয় কর্তৃক গনসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় অভূতপূর্ব সফলতা এসেছে। মানসম্মত শিক্ষানীতি অনুসরণ করে সরকার শিক্ষিত জাতি গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সরকারের তরফ থেকে সারা দেশে উপজেলা পর্যায়ে স্কুল কলেজ সরকারীকরণ করা হচ্ছে।

বিদ্যালয়’র প্রধান শিক্ষক মো. সেলিম উল্লাহর সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক গোপাল কৃষ্ণ দে চন্দন’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, সাবেক ভাইস চেয়ারম্যান জামাল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভারপ্রাপ্ত কমান্ডার ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, ওসি গোয়াইনঘাট মো. দেলওয়ার হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হক।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম.এ.মতিন, সাবেক সভাপতি মঞ্জুর আহমদ, ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, এস কামরুল হাসান আমিরুল, আব্দুস সালাম, মাহবুব আহমদ, সাবেক চেয়ারম্যান আবুল কাশেম মো. আনোয়ার শাহাদৎ, উপজেলা আওয়ামী লীগ নেতা বাবু সুভাষ চন্দ্র পাল ছানা, মাস্টার ইসমাইল আলী, লুৎফুল হক, জেলা ছাত্রলীগ’র সিনিয়র সহ-সভাপতি নিজাম উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সামসুল আলম, উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ, যুগ্ম আহবায়ক শাহবুদ্দিন, আহমেদ, মোস্তাকিন, গোলাম কিবরিয়া রাসেল, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমুখ।

এর আগে সকালে গোয়াইনঘাট উপজেলা যুবলীগের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সপ্তাহব্যাপী পরিস্কার পরিচ্ছন্ন অভিযানের উদ্বোধনও করেন প্রধান অতিথি ইমরান আহমদ এমপি।

আপনার মন্তব্য

আলোচিত