নিজস্ব প্রতিবেদক

১৭ অক্টোবর, ২০১৭ ১৩:১৬

মিয়াদ হত্যা: মাথায় ‘কাফনের কাপড়’ বেধে চৌহাট্টা অবরোধ ছাত্রলীগের

সিলেটের টিলাগড়ে ছাত্রলীগের অভ্যন্তরীণ বিরোধে নিহত ছাত্রলীগ কর্মী ওমর আহমদ মিয়াদের খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মাথায় ‘কাফনের কাপড়’ বেধে চৌহাট্টা অবরোধ করেছে ছাত্রলীগ।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল থেকে চৌহাট্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে ছাত্রলীগ। এতে বন্ধ হয়ে পড়ে যানচলাচল।

এর আগে ১২ টায় পোস্টমর্টেম শেষে লাশ নিয়ে যায় পরিবার।

এসময় ওসমানী মেডিকেল থেকে সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান চৌধুরীর ফাঁসির দাবিতে মিছিল নিয়ে আসে ছাত্রলীগ।

এরপর চৌহাট্টা পয়েন্টে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে। এসময় নেতৃবৃন্দ খুনিদের ফাসির দাবী জানান।

উল্লেখ্য, সোমবার বিকেলে নগরীর টিলাগড়ে প্রতিপক্ষ গ্রুপের কর্মীদের ছুরিকাঘাতে নিহত হন ছাত্রলীগ নেতা ওমর আহমদ মিয়াদ (২২)।

নিহত মিয়াদ সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরন মাহমুদ নিপু গ্রুপের কর্মী। তার উপর হামলাকারীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরী গ্রুপের কর্মী।

সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে টিলাগড়ে সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদের অফিসে সামনে এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহত হয়েছেন আহত নাসির ও তারিক নামে আরও দুই ছাত্রলীগ কর্মী।

এরআগে গত ১৩ সেপ্টেম্বর একই এলাকায় প্রতিপক্ষ গ্রুপের ছুরিকাঘাতে নিহত হন ছাত্রলীগের কর্মী জাকারিয়া মোহাম্মদ মাসুম। এনিয়ে গত ৭ বছরে সিলেটে ছাত্রলীগের অভ্যন্তরীণ বিরোধে খুন হলেন ৮ জন। এরমধ্যে তিনটি হত্যাকাণ্ডের ঘটনাই ঘটেছে টিলাগড় এলাকায়।

নিহত ওমর আহমদ মিয়াদ সিলেট লিডিং ইউনিভার্সিটির আইন বিভাগের ছাত্র এবং সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের বালিশ্রি গ্রামের আকুল মিয়ার ছেলে।

আপনার মন্তব্য

আলোচিত