সিলেটটুডে ডেস্ক

১৮ অক্টোবর, ২০১৭ ০১:০৫

শনিবার সিলেট আসছেন ওবায়দুল কাদের

আগামী ২১ অক্টোবর (শনিবার) সিলেট মহানগর আওয়ামী লীগের সদস্য নবায়ন ও সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সিলেট আসছেন।

এ উপলক্ষে আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ পরিচালনায় মঙ্গলবার (১৭ অক্টোবর) সিলেট মহানগর আওয়ামী লীগের জরুরী সভা অনুষ্ঠিত হয়।

জরুরী সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহ-সভাপতি সিরাজুল ইসলাম, এডভোকেট রাজ উদ্দিন, কয়েছ গাজী, আব্দুল খালিক, যুগ্ম সম্পাদক বিজিত চৌধুরী, ফয়জুল আলোয়ার আলাউর, অধ্যাপক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম পুতুল, এটিএম হাসান জেবুল, ফাহিম আনোয়ার চৌধুরী, আব্দুর রহমান জামিল, জগদিশ চন্দ্র দাস, আজহার উদ্দিন জাহাঙ্গীর, তপন মিত্র, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সৈয়দ শামীম আহমদ, জুবের খান, প্রিন্স সদরুজ্জামান, দিবকর ধর রাম, শাহানারা বেগম, মাহি উদ্দিন লোকমান, প্রদীপ ভট্রাচার্য্য, এডভোকেট জসিম উদ্দিন, আজম খান, সালাউদ্দিন বক্স সালাই, নাজমুল ইসলাম এহিয়া, আব্দুল মুকিত, ওয়ার্ড নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব মো. জুনু মিয়া, মকসুদ বক্স, আব্দুল মালিক রাজা, আজিজুল হক চৌধুরী, আব্দুল মতিন, বিজয় কুমার দেব বুলু, কুতুব উদ্দিন আহমদ, সিদ্দিকী আলী, নজরুল ইসলাম নজু, মহানগর মহিলা লীগের সাধারণ সম্পাদক আসমা কামরান, জেলা শ্রমিক লীগের সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ, মহানগর শ্রমিক লীগের সভাপতি শাহরিয়ার কবির সেলিম, মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তি, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার।

আগামী ২১ অক্টোবর শনিবার সিলেট মহানগর আওয়ামী লীগের সদস্য নবায়ন ও সংগ্রহ অভিযানের সকাল ১০ ঘটিকার সময় ঐতিহ্যবাহী রেজিস্টারি মাঠে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অনুষ্ঠানে সর্বস্তরের নেতাকর্মীদের যথা সময় উপস্থিত হওয়ার আহবান জানিয়েছেন নেতৃবৃন্দ।

সভায় ১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এনামুল হক মুক্তা, আজহার উদ্দিন জাহাঙ্গীরের মাতা, জগদীশ দাসের বড় ভাই, সালাউদ্দিন বক্স সালাই’র মাতা ও জামাল চৌধুরীর মাতা মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

 

আপনার মন্তব্য

আলোচিত