নিজস্ব প্রতিবেদক

১৯ অক্টোবর, ২০১৭ ১৮:৪৭

ফুটপাত দখল: যে ২৬ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

সিলেট নগরীর ফুটপাত দখল ও দখলদারদের আশ্রয় প্রদানের অভিযোগে ২৬ জনের বিরুদ্ধে মামলা নথিভূক্ত করে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

বৃহস্পতিবার সিলেট মহানগর মূখ্য হাকিম সাইফুজ্জামান হিরো এ পরোয়ানা জারি করেন। পরোয়ানায় হকার্স সমবায় সমিতি ও বিভিন্ন পরিবহন শ্রমিক সংগঠনের নেতাদের নাম রয়েছে।

যাদের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন তারা হলেন- মহানগর হকার্স লীগ ও মহানগর হকার্স কল্যান সমবায় সমিতির সভাপতি রকিব আলী, সহ-সভাপতি আতিয়ার রহমান, শফিক আহমদ, আবুল বাশার, রুহুল আমিন রুবেল, মখলেসুর রহমান, আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক খোকন ইসলাম, সাংগঠনিক সম্পাদক রুমন আহমদ, জিন্দাবাজার অটোরিক্সা স্ট্যান্ডের আহ্বায়ক কামরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ইসলাম উদ্দিন, শফিক উদ্দিন, সদস্য সচিব ইফসুফ আলী, মধুবন পয়েন্ট ইমা/লেগুনা স্ট্যান্ডের সভাপতি সোহাগ মিয়া, সহ-সভাপতি মো. আদিল, সম্পাদক মো. কবির মিয়া, অর্থ সম্পাদক মো. বাবুল মিয়া, রংমহল ট্ওায়ার অটোরিকশা/সিএনজি স্ট্যান্ডের সভাপতি আজমল হোসেন, সহ-সভাপতি মুরাদ হোসেন, ধোপাদিঘির পাড় ইমা/লেগুনা স্ট্যান্ডের সভাপতি সাহাবউদ্দিন সাবু, সহ-সভাপতি ফয়জুল মিয়া, কার্যকরী সভাপতি মো. নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক বদরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর নুর হিরণ, কোষাধ্যক্ষ আব্দুর রশিদ ও অটোরিকশা শ্রমিক ইউনিয়ন আম্বরখানা-সালুটিকর শাখার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য তেরা মিয়ার বিরুদ্ধে।

আপনার মন্তব্য

আলোচিত