নিজস্ব প্রতিবেদক

১৯ অক্টোবর, ২০১৭ ২২:৪৭

দীপাবলির আলোয় আলোকিত নগরী

বৃহস্পতিবার দীপাবলি উৎসব পালন করছে হিন্দু ধর্মাবলম্বীরা। সন্ধ্যায় অন্ধকার দূরে ঠেলে আলোকিত আগামীর লক্ষ্যে প্রজ্জ্বলিত করা হয় অসংখ্য প্রদীপ। হিন্দু ধর্মাবলম্বীরা নিজেদের বাসা বাড়ি আর আঙ্গিনা আলোকিত করে তুলেন প্রদীপে।

নগরীর চালিবন্দর মহাশ্মানঘাট, চাঁদনীঘাটে সুরমা নদীর তীরে দীপাবলি উপলক্ষ্যে আনুষ্ঠানিকভাবেও প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। সন্ধ্যায় অসংখ্য প্রদীপের আলোয় আলোকিত হয়ে উঠে নগরীর অনেক এলাকা। উড়ানো হয় ফানুসও।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় চালিবন্দরে প্রদীপ প্রজ্জ্বলন করে দিপাবলী উৎসবের উদ্বোধন করেন রামকৃষ্ণ মিশনে সম্পাদক স্বামী চন্দ্রনাথানন্দ মহারাজ।

এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বারের সাধারণ সম্পাদক এডভোকেট হোসেন আহমদ, জেলা বারের সাবেক সভাপতি এডভোকেট ইইউ শাহিদুল ইসলাম শাহীন, এডভোকেট আব্দুল কুদ্দুস, এডভোকেট কিশোর রায়, দিবাকর ধর রাম, এডভোকেট দেবতোষ দেব, এডভোকেট বিজয় কুমার দেব বুলুু, মহানগর পুজা পরিষদের যুগ্ম সম্পাদক চন্দন দাস, ধনেষ দেব, উত্তম ঘোষ, জিশু কৃষ্ণ দেব জনি, এডভোকেট শশাঙ্ক শেখর পাল, ডা. পরেশ চন্দ্র দেবনাথ প্রমুখ।

পরে চালিবন্দর পূজা মন্ডপে অর্থমন্ত্রী প্রদত্ত শাড়ী, লুঙ্গি বিতরণ করা হয় এবং ফানুশ উত্তোলন করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত