বড়লেখা প্রতিনিধি

২২ অক্টোবর, ২০১৭ ১৭:৩১

বড়লেখায় ‘সিলেটী নাগরী লিপির নবযাত্রা’ প্রদর্শনী ও মতবিনিময়

মৌলভীবাজারের বড়লেখায় ‘সিলেটী নাগরী লিপির নবযাত্রা’ প্রদর্শনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  রবিবার দুপুরে বড়লেখা ডিগ্রি কলেজ হলরুলমে এ অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন বড়লেখা ডিগ্রি কলেজের অধ্যক্ষ অরুণ কুমার চক্রবর্ত্তী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি।

কলেজের সহকারি অধ্যাপক নিয়াজ উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ‘নাগরী লিপির গ্রন্থ সম্ভার’ এর সম্পাদক ও প্রকাশক উৎস প্রকাশনের স্বত্বাধিকারী মোস্তফা সেলিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, জুড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ অরুণ চন্দ্র দাস, বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, সাংবাদিক লিটন শরীফ, পৌরকাউন্সিলর জেহিন সিদ্দিকী প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি বলেন, ‘নাগরী লিপি কেবল সিলেট অঞ্চলকে নয়, পুরো বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে। সিলটি নাগরী লিপির চর্চা, ব্যবহার এবং তা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। এবং এর প্রচার ও প্রসারে আরো গুরুত্ব দেওয়া প্রয়োজন।’ তিনি নাগরী লিপির গ্রন্থ সম্ভার-এর সম্পাদক মোস্তফা সেলিমকে ধন্যবাদ জানান।

বিশেষ অতিথির বক্তব্যে মোস্তফা সেলিম বলেন, ‘নাগরি লিপি সিলেটের ঐতিহ্যবাহী ভাষা। যেটি আমাদের সাহিত্য ও ভাষাকে সমৃদ্ধ করেছে। এটাকে ধরে রাখতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে।’

আপনার মন্তব্য

আলোচিত