নিজস্ব প্রতিবেদক

১৫ নভেম্বর, ২০১৭ ০০:০৩

এসএমই ঋণ পরিশোধ না করায় নারী উদ্যোক্তার কারাদণ্ড

পূবালী ব্যাংকের এসএমই ঋণ খেলাপি সংক্রান্ত পৃথক দুটি মামলায় রায়ে নারী উদ্যোক্তা রোনা বেগমকে এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। গত রোববার সিলেটের যুগ্ম মহানগর ১ম আদালতের বিচারক মোঃ ইব্রাহিম মিয়া এই রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত রোনা বেগম নগরীর লামাবাজার এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে পলাতক রয়েছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১১ সালে পূবালী ব্যাংক সিলেট স্টেডিয়াম শাখা থেকে পৃথক দুটি ব্যবসা দেখিয়ে রোনা বেগম ২০ লাখ টাকা এসএমই ঋণ গ্রহণ করেন। মাসিক কিস্তিতে ঋণ পরিশোধের কথা থাকলেও নির্ধারিত সময়ে তিনি তা পরিশোধে ব্যর্থ হন। পরে ব্যাংক কর্তৃপক্ষ ২০১৫ সালে ৬ আগস্ট তার বিরুদ্ধে সিআর মামলা নম্বর ৮৭২/১৫ এবং ২০১৬ সালের ৪ এপ্রিল সিআর মামলা নম্বর ৪৩৮/১৬ দায়ের করে। উভয় মামলায় তার কাছে ব্যাংকের পাওনা ২৫ লাখ ১৩ হাজার ৬শ’ ৮৮ টাকা।

মামলা দুটি দীর্ঘ শুনানী শেষে আদালত রোনা বেগমকে ঋণ খেলাপি সাব্যস্ত করে এক বছরের সশ্রম কারাদণ্ড ও মামলায় উল্লেখিত অর্থের দ্বিগুন টাকা জরিমানা প্রদান করেন। ব্যাংকের পক্ষে মামলা দুটি পরিচালনা করেন এডভোকেট মহব্বত খান ও এডভোকেট জুবায়ের বখত।

আপনার মন্তব্য

আলোচিত