ছাতক প্রতিনিধি

১৮ জানুয়ারি, ২০১৮ ২৩:১১

ছাতকে স্ত্রীর মৃত্যু, স্বামী জেল-হাজতে

ছাতকে স্বামী কর্তৃক স্ত্রীকে নির্যাতনের পর জোসনা বেগম (২৬) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

এদিকে জোসনা বেগমের লাশ উদ্ধারের পর থানা পুলিশ স্বামী সাবাজ মিয়াকে আটকের পর জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সুনামগঞ্জ জেল-হাজতে পাঠিয়েছে।

এই ঘটনায় নিহত গৃহবধূ জোসনা বেগমের মা কাঞ্চন মালা বাদী হয়ে বুধবার (১৭ জানুয়ারি) রাতে মেয়ের জামাই সাবাজ মিয়াকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন। সাবাজ মিয়া উপজেলার নোয়ারাই ইউনিয়নের দক্ষিণ কুপিয়ে (গুচ্ছ গ্রাম) এলাকার বাসিন্দা।

বুধবার দুপুরে পুলিশ সাবাজ আলীর বাড়ীর পিছনে আম গাছের ডালে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠিয়েছে।

স্থানীয় লোকজন জানান, এক বছরের কন্যা সন্তানের জননী জোসনা বেগমকে সকালে গাছের ডালে রশি দিয়ে ঝুলন্ত দেখতে পেয়ে থানায় খবর দেয়া হয়।

স্বামী সাবাজ তার স্ত্রীকে শারীরিক নির্যাতনের পর মনের কষ্টে সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ধারনা করছে পুলিশ।

এব্যাপারে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহত গৃহবধূর পায়ে কিছু আঘাতের দাগ পাওয়া গেছে। স্বামীর শারীরিক অত্যাচারেই স্ত্রী আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত