জকিগঞ্জ সংবাদদাতা

১৮ জুন, ২০১৫ ০২:৩১

জকিগঞ্জে হামলা ও ভাংচুর মামলায় ৮৯ জনের বিরুদ্ধে চার্জশিট

পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাংচুরের ঘটনায় মঙ্গলবার ৮৯ বিএনপি-জামায়াত ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে জকিগঞ্জ থানা পুলিশ।

তদন্ত কর্মকর্তা এসআই শরীফ উদ্দিন জকিগঞ্জ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে চার্জশিট জমা দেন।

উপজেলা বিএনপি সভাপতি হেলাল আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক শফিকুর রহমান, স্বেচ্ছাসেবক দল সভাপতি হাসান আহমদ, উপজেলা দক্ষিণ শিবির সভাপতি মিছবাউল হক, উত্তর শিবির সভাপতি শহিদুল হকসহ ৮৯ জনকে অভিযুক্ত করে চার্জশিট দেওয়া হয়েছে।

গত ৫ জানুয়ারি পৌর শহরে বিএনপি জোটের কর্মসূচি মিছিল থেকে পুলিশের ওপর হামলা ও পুলিশের গাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় দুই পুলিশ সদস্য, পথচারী, ব্যবসায়ীসহ অন্তত ৩০ জন আহত হন। ওইদিন পুলিশের এস আই হুমায়ুন কবির বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলায় এজাহারভুক্ত ৫৪ জন নেতাকর্মীসহ আরো ৩৭ জনকে অন্তর্ভূক্ত করে তদন্ত কর্মকর্তা এ মামলার অভিযোগপত্র দেন।

এজাহারভূক্ত দুইজনের বিরুদ্ধে তথ্য প্রমাণ না পাওয়ায় তাদেরকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়।

আপনার মন্তব্য

আলোচিত