নিজস্ব প্রতিবদক

১৮ জুন, ২০১৫ ১২:০৩

সিলেটে আওয়ামী লীগকে আরো শক্তিশালী করার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

সিলেটে আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা আরো শক্তিশালী করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে যুক্তরাজ্য সফর শেষে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতীকালে তিনি স্থানীয় নেতাকর্মীদের এ নির্দেশ দেন।
 
তিনি বলেন, সিলেটের মানুষ আওয়ামী লীগকে ভালোবাসে। সিলেট আওয়ামী লীগের ঘাটি। তাই সিলেটের প্রতিটি সংসদীয় আসনে আওয়ামী লীগ প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এছাড়া ইল্যান্ডে তিন বাংলাদেশী বিজয়ী হওয়ার পিছনে সিলেটীদের অবদান রয়েছে।

সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র বদরউদ্দিন আহমদ বলেন, প্রধানমন্ত্রী দলের সাংগঠনিক অবস্থা আরো শক্তিশালী করার নির্দেশ দিয়েছেন। সবাই ঐক্যবদ্ধভাবে জনগনের কল্যানে কাজ করতে বলেছেন।

এরআগে সকাল ১০ টা ৮ মিনিটে প্রধানমন্ত্রী সিলেট এসে পৌঁছলে আওয়ামী লীগ নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এক ঘন্টার যাত্রাবিরতি শেষ প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান ১১ টা ৮ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয়।

প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতকালে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, অ্যাডভোকেট নাসির উদ্দিনসহ সিলেট থেকে নির্বাচিত কয়েকজন সংসদ সদস্য।

আপনার মন্তব্য

আলোচিত