সুনামগঞ্জ প্রতিনিধি

১৮ জুন, ২০১৫ ১৪:৪৮

গুণীজনকে সম্মাননা দিলো সুনামগঞ্জে শিল্পকলা একাডেমী

সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতস্বরূপ পাঁচ গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান করেছে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী। শিল্প ও সংস্কৃতিতে অনন্য অবদান রাখা গুণীজনদের সম্মানিত করার জন্য এবার দ্বিতীয়বারের মতো ‘জেলা শিল্পকলা একাডেমী সম্মাননা’ প্রদান করা হয়।

বুধবার (১৭ জুন) এ উপলক্ষে শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

এবারের সম্মাননাপ্রাপ্ত শিল্পীরা হলেন, যাত্রাশিল্পে ইউসুফ আল আজাদ, নাট্যকলায় শ্যামল কান্তি চক্রবর্তী, কন্ঠসঙ্গীতে অভিজিৎ চৌধুরী, যন্ত্রশিল্পে রবীন্দ্র চন্দ্র রায় ও লোক সংস্কৃতিতে দেবদাস চৌধুরী রঞ্জন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। আলোচনায় বক্তব্য রাখেন, র‌্যাব-৯’র কোম্পানি কমান্ডার মেজর আব্দুল্লাহ আল মামুন, জেলা আওয়ামীলীগের সহসভাপতি অ্যাডভোকেট আপ্তাব উদ্দিন, শিক্ষাবিদ অধ্যাপক পরিমল কান্তি দে, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুল আবেদীন, পৌর কলেজের অধ্যক্ষ শেরগুল আহমদ প্রমুখ।

আলোচনার ফাঁকে ফাঁকেই সম্মাননাপ্রাপ্তদের হাতে মন্মমাননা  স্মারক তোলে দেয়া হয়  ও মেডেল পড়িয়ে দেয়া হয়। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী। আলোচনার সভার পর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আপনার মন্তব্য

আলোচিত