বড়লেখা প্রতিনিধি

১৮ জুন, ২০১৫ ২২:৫৫

বড়লেখায় মাসব্যাপি ভলিবল প্রশিক্ষণ সমাপ্ত

মৌলভীবাজারের বড়লেখায় জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় স্কুল পর্যায়ে মাসব্যাপি ভলিবল প্রশিক্ষণের সমাপ্ত হয়েছে। মাসব্যাপি ভলিবল প্রশিক্ষণে উপজেলার দাসের বাজার, তালিমপুর, বাহারপুর ও মাইজগ্রাম উচ্চ বিদ্যালয়ের মোট ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে।

১৭ জুন বুধবার দাসের বাজার উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গনে মাসব্যাপি ভলিবল প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া কর্মকর্তা মনোরঞ্জন দে’র সভাপতিত্বে ও শিক্ষক বিবেকানন্দ বিশ্বাসের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দাসের বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক রঞ্জন দাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ‘নাট্যযোদ্ধা বড়লেখা’র সাধারণ সম্পাদক মো: শহীদ-উল ইসলাম প্রমুখ।

সভা শেষে অতিথিবৃন্দরা প্রশিক্ষণার্থীদের মাঝে পোশাক ও সনদ পত্র বিতরণ করেন।

আপনার মন্তব্য

আলোচিত