সুনামগঞ্জ প্রতিনিধি

১৯ জুন, ২০১৫ ০৫:০০

ছাতকে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্টে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত হয়েছেন ১০ জন। সংঘর্ষের ঘটনা নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৪ রাউন্ড টিয়ার শেল ও ১১রাউন্ড রাবার বোলেট নিক্ষেপ করেছে। গতকাল বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৪ টায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ছাতক পৌর মেয়র কালাম চৌধুরী গ্রুপের সমর্থক রহিমের সঙ্গে স্থানীয় সংসদ সদস্য মহিবুর রহমান মানিকের সমর্থক রইস আলীর মধ্যে বৃহস্পতিবার কথা কাটাকাটি হয়। এর জের ধরে দুই পক্ষের সমর্থকরা জমায়েত হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায় বিকেলে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের ১০জন আহত হয়। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কয়েকরাউন্ড ১৪ টি টিয়ার শেল ও ১১ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় সিলেট সুনামগঞ্জ সড়কের গোবিন্দগঞ্জ পয়েন্টে আধাঘন্টা যান চলাচল বন্ধ থাকে।

সুনামগঞ্জ পুলিশ সুপার হারুন অর রশিদ জানান, সয়ঘর্ষের ঘটনায় পুলিশ ১৪ টি টিয়ার শেল ও ১১ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে নিয়ন্ত্রনে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। গোবিন্দগঞ্জ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত