সিলেটটুডে ডেস্ক

১৯ জুন, ২০১৫ ১৫:২৬

উচ্চ আদালতের রায় বাস্তবায়ন ও দ্রুত নিয়োগের দাবিতে প্যানেল শিক্ষদের মানববন্ধন

ন্যায্য অধিকার, উচ্চ আদালতে রায় বাস্তবায়ন ও দ্রুত নিয়োগ দেওয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বৃহত্তর সিলেট প্যানেল শিক্ষক ঐক্য পরিষদ। গতকাল শুক্রবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্যানেল শিক্ষক মৌসুমী আক্তারের সভাপতিত্বে ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক রাতুল তালুকদারের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, দেবাশীষ পাল, কল্পনা চৌধুরী, সেন চৌধুরী, ঝুমা চৌধুরী, পপি আক্তার, একলাছ উদ্দিন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ২৬ হাজার প্যানেল শিক্ষক নিয়োগ দিয়ে দ্রুত তাদের মানবেতর জীবন যাপন থেকে রক্ষা করুন। আমাদের বয়সসীমা প্রায় শেষ তাই আমাদের প্রতি সুনজরদিন। উচ্চ আদালতৈর রায় পাওয়ার পরও আমরা কেন আজ অবহেলিত। কোর্টের রায়ে আজ যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে। একেই কোর্ট আমাদেরকে নিয়োগ দেওয়ার নির্দেশ দিয়েছেন কিন্তু আমাদের রায় কার্যকর হচ্ছে না। নিয়োগের ৩ নং শর্তে উল্লেখ ছিল মেধা ক্রম উপজেলা ভিত্তিক নিয়োগ দেওয়া হবে কিন্তু নিয়োগের সময়  ইউনিয়ন ভিত্তিক দেওয়া হয়। এরফলে মেধা ক্রম যারা ১ম দিকে আছেন তাদের যোগদানের সুযোগ হয়নি। তাই মেধাবীরা পিছিয়ে আছে।

মানববন্ধনে সবার একটাই দাবি দ্রুত নিয়োগ ও উচ্চ আদালতের রায় বাস্তবায়ন করা। প্রধানমন্ত্রীর প্রতি আকুল আবেদন প্যানেল শিক্ষকদের নিয়োগ দিতে দ্রুত নির্দেশ দেন। এছাড়া আরও বক্তব্য দেন প্যানেল শিক্ষক পরাগ, সুমন, মুন্না, মেীসুমী দে, কালাম, সুপ্তা, সানী, জয়ন্ত, জয়, রকিব জুই প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত