মাধবপুর প্রতিনিধি

১৫ এপ্রিল, ২০১৮ ০৩:০৫

মিলাদের শিরনি নিয়ে বিরোধে মাধবপুরে যুবক খুন

হবিগঞ্জের মাধবপুরে প্রতিপক্ষের ট্যাডার আঘাতে হেলাল মিয়া (৩৫) নামে এক যুবক খুন হয়েছেন।

মসজিদে শিরনি বিতরণকে কেন্দ্র করে করে শনিবার (১৪ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এই ঘটনাটি ঘটে। নিহত হেলাল মিয়া লক্ষ্মীপুর গ্রামের মৃত ছনাই মিয়ার ছেলে।

নিহতের ভাই ফয়সল মিয়া জানান, পবিত্র শবে মেরাজ উপলক্ষে স্থানীয় মসজিদে মিলাদের শিরনি বিতরণকে কেন্দ্র করে তার ভাই হেলাল মিয়ার সাথে কয়েকজনের কথা কাটাকাটি হয়। মসজিদ থেকে বের হওয়ার পর আগ থেকে ওঁত পেতে থাকা প্রতিপক্ষের ১০/১২ জন হেলালের উপর ট্যাডা দিয়ে হামলা চালায়।

স্থানীয়রা বুকে ট্যাডার আঘাতে গুরুত্বর আহত অবস্থায় হেলালকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালের চিকিৎসক মিঠুন রায় জানান, নিহত যুবকের শরীরে একটা আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, অস্ত্রের আঘাত বুকের বাঁ পাশে লেগে তিনি মারা গেছেন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী খুনের ঘটনার সত্যতা নিশ্চিত

আপনার মন্তব্য

আলোচিত