সিলেটটুডে ডেস্ক

১৬ এপ্রিল, ২০১৮ ১৯:১১

খালেদা জিয়ার কারামুক্তি ও ফখরুলের মায়ের মাগফেরাত কামনায় দোয়া

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কারামুক্তি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মায়ের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ এপ্রিল) বিকেলে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর উদ্যোগে কুমারপাড়াস্থ মেয়র হাউজে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আয়োজিত এ দোয়া মাহফিলে সিলেট জেলা ও মহানগর বিএনপিসহ ২০ দলীয় জোট নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার ওপর প্রতিহিংসার রায় দিয়ে কারাবন্দী করায় নেতৃবৃন্দ তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেন। এ সময় অনতিবিলম্বে বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি কামনা করে মোনাজাত করেন হাজারো মানুষ।

মিলাদ ও দোয়া মাহফিল পূর্ব এক সংক্ষিপ্ত আলোচনায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, জিয়া পরিবারকে ধ্বংস ও বিএনপিকে দুর্বল করার নীল নকশার অংশ হিসেবে মিথ্যা সাজানো মামলায় খালেদা জিয়াকে কারাগারে রাখা হয়েছে।

তিনি বলেন, সরকার নিজেদের ব্যর্থতা আড়াল করতে নতুন নতুন ইস্যু তৈরি করে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তিনি অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করেন।

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ হক, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলা বিএনপির সহসভাপতি এডভোকেট আশিকুর রহমান আশুক, মহানগর বিএনপির সহসভাপতি কাউন্সিলর রেজাউল হাসান কয়েছ লোদী, সহসভাপতি কাউন্সিলর সৈয়দ মিছবাহ উদ্দিন, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক কাউন্সিলর দিনার খান হাসু, সাংগঠনিক সম্পাদক সৈয়দ তৌফিকুল হাদী, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ চৌধুরী, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল গফ্ফার, সিলেট জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদিক, সহসাংগঠনিক সম্পাদক ওয়ার্ড কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জল, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক নাজমুল ইসলাম রিপন, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান পুতুল, মহানগর বিএনপির ক্রীড়া সম্পাদক রেজাউল করিম নাচন, ছাত্রবিষয়ক সম্পাদক সাকিল মুর্শেদ, তথ্য ও গবেষনা সম্পাদক মতিউল বারী খোরশেদ, কেন্দ্রীয় ছাত্রদল সদস্য আব্দুর রকিব, সহছাত্র বিষয়ক সম্পাদক ফখরুল ইসলাম, যুক্তরাজ্য বিএনপি নেতা আব্দুল মুকিত, ফয়েজুন নুর, জেলা ছাত্রদলের সহসভাপতি দিলোয়ার হোসেন দারা, ছাত্রদল নেতা আজিজুর রহমান আজিজ, মহানগর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মাশুক এলাহী চৌধুরী, মহানগর বিএনপির বানিজ্য বিষয়ক সম্পাদক আব্দুস ছাত্তার মামুন, মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলাউর রহমান, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি রায়হান উদ্দিন মুন্না, সাধারণ সম্পাদক জেবুল হোসেন ফাহিম, সাংগঠনিক সম্পাদক উজ্জল রঞ্জন চন্দ, ১৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শেখ ইলিয়াছ আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুস ছাত্তার আমীন, ১৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মস্তাক উদ্দিন আহমদ, ১৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল কাহির, ২৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মোতাহির আলী মাখন, মহানগর বিএনপির সহসভাপতি আব্দুল ফাত্তাহ বকশী, ২৬নং ওয়ার্ড সভাপতি আখতার রশিদ চৌধুরী, ২৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জুবের আহমদ জুয়েল, ১৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি শোয়েব আহমদ, সাংগঠনিক সম্পাদক তারেক খান, ১৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মওদুদুল হক মওদুদ, ২৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজি মাহতাব হোসেন, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, ২৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি সৈয়দ বাবুল হোসেন, সাধারণ সম্পাদক নুমান আহমদ, সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন, সাংগঠনিক সম্পাদক ফয়েজ আহমদ শিপু, ২৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আখতার রশিদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মুফিজুল ইসলাম জুবেদ, ২৭নং ওয়ার্ড সভাপতি আলাউর রহমান লয়লু, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি লল্লিক আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক এম মখলিছ খান প্রমূখ।



আপনার মন্তব্য

আলোচিত