নিউজ ডেস্ক

১৫ জানুয়ারি, ২০১৫ ১২:৪৩

পেট্রোল বোমাবহনকারী দেখলেই অস্ত্র তুলে নেবে বিজিবি

বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বলেছেন, ‘কাউকে পেট্রোল বোমা হাতে দেখলে বিজিবি সদস্যরা অবশ্যই অস্ত্র তুলে নেবে। কারণ একজনের পেট্রোল বোমায় হয়ত পাঁচজনের জীবন চলে যাবে। তাই তাকে দমন করাটাই শ্রেয়।’

বৃহস্পতিবার পিলখানায় বিজিবি সদর দপ্তরের সম্মেলন কক্ষে ত্রৈমাসিক প্রেস ব্রিফিংয়ে এ কথঅ বলেন তিনি। বিজিবির সার্বিক কর্মকাণ্ড ও সফলতার বিষয়ে এ ব্রিফিংয়ের অয়োজন করা হয়। 


আপনার মন্তব্য

আলোচিত