ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি

২০ এপ্রিল, ২০১৮ ১৮:৩৪

ফেঞ্চুগঞ্জে পাচারকালে ভিজিএফের ৬৬ বস্তা চাল জব্দ

সিলেটের ফেঞ্চুগঞ্জে পাচারকালে ভিজিএফ'র ৬৬ বস্তা চাল জব্দ করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা।

উপজেলার উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নে সরকারি বরাদ্দকৃত এ চাল ও চাল পরিবহনে ব্যবহৃত পিকআপ বৃহস্পতিবার(১৯ এপ্রিল)  বিকালে জব্দ করা হয়।

স্থানীয়দের অভিযোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য সরকারি বিশেষ বরাদ্দকৃত তিন মাস মেয়াদি ভিজিএফ'র চাল ও নগদ টাকা বিতরণ শুরু হয়। কিন্তু বরাদ্দকৃত চাল বিলি না করে বিক্রির উদ্দেশ্যে পাচার করে দেয় স্থানীয় একটি সিন্ডিকেট। আগেও এরকম পাচারের ঘটনা ঘটেছে। এ নিয়ে ক্ষোভ তৈরি হয় স্থানীয়দের মধ্যে।

তাঁরা  বৃহস্পতিবার গোপনে রাস্তার বিভিন্ন স্থানে পাহারা বসান। বিকালে ২ টি পিকআপে করে চাল নিয়ে ফেঞ্চুগঞ্জ বাজারের দিকে রওয়ানা দিলে মোবাইল ফোনে এ খবর দেন ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানাকে। খবর পেয়ে তিনি ৬৬ বস্তা ভিজিএফ চালসহ দুইটি পিকআপ আটক করেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা বলেন, সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া নেওয়া হবে।

আপনার মন্তব্য

আলোচিত