সিলেটটুডে ডেস্ক

২৩ এপ্রিল, ২০১৮ ১৪:৩৫

সিলেটে মশা নিধনে কার্যকর পদক্ষেপের দাবি

নগরীতে মশা নিধনে কার্যকর পদক্ষেপের দাবিতে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মেয়র বরাবরে স্মারকলিপি প্রদান করেছে সিলেট কল্যাণ সংস্থা ও সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা।

সোমবার (২৩ এপ্রিল) সকাল ১১টায় সংস্থা দুটির যৌথ উদ্যোগে নগর ভবনে এই স্মারকলিপি প্রদান করা হয়। এসময় সিসিক মেয়রের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন স্বাস্থ্য কর্মকর্তা ডা. ধ্রুব পুরকায়স্থ।

সিলেট কল্যাণ সংস্থা ও সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা’র প্রতিষ্ঠাতা সভাপতি যুব সংগঠক মোহাম্মদ এহছানুল হক তাহেরের নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সিলেট কল্যাণ সংস্থার উপদেষ্টা যুক্তরাজ্য কমিউনিটি নেতা মো. রজব আলী দেওয়ান, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা’র বিভাগীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব হুমায়ূন রশিদ চৌধুরী, প্রচার সচিব ফখরুল আল হাদী, যুগ্ম প্রচার সচিব বিজিত চন্দ, প্রবাসী বিষয়ক সচিব মো. বদরুল ইসলাম, মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মুকিত, সদস্য সচিব মো. আশিক আহমদ, যুগ্ম সচিব মোহাম্মদ সাজ্জাদ খান, প্রচার সচিব মাহফুজ আল গালিব, জেলা কমিটির আহ্বায়ক মো. হাবিবুর রহমান।

সিলেটের নগরীর বাসিন্দাদের মধ্যে থেকে ১নং ওয়ার্ডের রুমন আহমদ, ৪নং ওয়ার্ডের এডভোকেট ইকবাল হোসাইন, ৬নং ওয়ার্ডের মো. ইমন আহমেদ, মো. আলিম উদ্দিন, মো. রুহেল আহমদ, ৮নং ওয়ার্ডের শহিদুল ইসলাম সবুজ, ৯নং ওয়ার্ডের মো. আখলু মিয়া, ১০নং ওয়ার্ডের মো. শামছুল ইসলাম, ১৪নং ওয়ার্ডের কামরুল হাসান, মো. মুহিবুর রহমান, মো. সাদিকুর রহমান, সাকিল আহমদ, মো. আবু তাহের, ১৫নং ওয়ার্ডের আনহার চৌধুরী রাজু, ফয়জুর রহমান ফয়সাল, মাছুম আহমদ, ১৯নং ওয়ার্ডের আমীন তাহমীদ, ২৫নং ওয়ার্ডের মহসিন উদ্দিন, মো. মামুন রশীদ, আব্দুস সালাম উপস্থিত ছিলেন।

আগামী ২৫ এপ্রিল বুধবার বেলা ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার হতে সিলেট সিটি কর্পোরেশন পর্যন্ত মশা নিধনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে মশারি টাঙ্গিয়ে প্রতীকী শোভাযাত্রায় করা হবে বলে সংস্থা দুটির পক্ষ থেকে জানানো হয়। এই কর্মসূচী সফলে সিলেট নগরীর বাসিন্দাদেরকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য সংস্থা দ্বয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহের ও সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা’র বিভাগীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব হুমায়ূন রশিদ চৌধুরী অনুরোধ জানিয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত