ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি

২৩ এপ্রিল, ২০১৮ ১৫:৪০

হাকালুকি হাওরের জিরো পয়েন্টে পর্যটন কেন্দ্রের সৌন্দর্য বর্ধনের উদ্বোধন

হাকালুকি হাওরের পূর্বপাড় সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া জিরো পয়েন্ট পর্যটন কেন্দ্রের সৌন্দর্য বর্ধনের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৩ এপ্রিল) দুপুরে ফলক উন্মোচনের মাধ্যমে সৌন্দর্য বর্ধনের উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুম।

প্রায় ১১ লাখ টাকা ব্যয়ে সিলেট জেলা পরিষদের অর্থায়নে সম্প্রতি সৌন্দর্য বর্ধনের এ কাজ সম্পন্ন হয়। কাজের অংশ হিসেবে পর্যটকদের বসার পাকাকরণ ও স্থান টাইলস যুক্ত, জিরো পয়েন্ট এলাকায় উঠা-নামার সিঁড়ি নির্মাণ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুম বলেন, বেঞ্চ নির্মাণের ফলে এখানে বেড়াতে আসা পর্যটকদের বসার ব্যবস্থা হয়েছে। এছাড়া সিঁড়ি নির্মাণের ফলে বর্ষা ও শুস্ক মৌসুমে মানুষের চলাচলের উপযোগী হলো।

অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন- সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল আহাদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা, জেলা পরিষদের সদস্যরা ও ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক।  

উদ্বোধন শেষে পর্যটন এলাকা ঘুরে দেখেন অতিথিরা। এ সময় ঘিলাছড়া জিরো পয়েন্টে পরিত্যক্ত খাদ্য গোদাম ভাঙার নির্দেশনা দেন বিভাগীয় কমিশনার।

আপনার মন্তব্য

আলোচিত