নিজস্ব প্রতিবেদক

২৩ এপ্রিল, ২০১৮ ১৯:৩৫

সিলেটে প্রায় দেড়কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি

সিলেটের বিভিন্ন সীমান্ত থেকে উদ্ধারকৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।

সোমবার সকাল ১০ টায় বিজিবি সিলেট সদর দপ্তরে ১ কোটি ৪১ লাখ টাকা মুল্যের এ মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

 বিজিবি জানায়, সিলেটে বিজিবি-৪১ ব্যাটালিয়নের অধিভুক্ত এলাকা থেকে ২০১৭ সালের জানুয়ারি থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত সময়ে মাদকগুলো উদ্ধার করা হয়।

ধ্বংসকৃত মাদক দ্রব্যের মধ্যে রয়েছে ৩ হাজার ২৬২ বোতল বিদেশী মদ, ৬১০ বোতল ফেন্সিডিল, ৩৭ বোতল জেনোসিডিল সিরাপ, ২৪ হাজার ৯৩১ পিস ইয়াবা, ৫কেজি গাজা, ১০ লিটার চোলাই মদ ও ৮ লাখ ৫৪ হাজার ভারতীয় বিড়ি।

মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মোছাম্মৎ নাজমানারা খানুম।

এছাড়া বিজিবি সিলেট সেক্টর কমান্ডার কর্ণেল মো. নাসির উদ্দিন এবং ৪১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্ণেল মো. আবু জার আল জাহিদ, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ চৌধুরীসহ প্রশাসনের বিভিন্ন পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত