মৌলভীবাজার প্রতিনিধি

২৫ এপ্রিল, ২০১৮ ১৮:২৪

জুড়ীতে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

মৌলভীবাজারের জুড়ীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

বুধবার (২৫ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন।

তিনি জানান, জেলার জুড়ী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ইট তৈরির ফর্মাতে কারচুপি করা, নির্ধারিত পরিমাপের ইট বিক্রি না করা, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স না নেওয়া, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করা, খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ সহ বিভিন্ন অপরাধে হামিদপুর অবস্থিত বাব ব্রিকস ফিল্ডকে ৩০ হাজার টাকা, উপজেলা চত্বর অবস্থিত মেহমান বাড়ী রেস্টুরেন্টকে ২ হাজার টাকা, উপজেলা চত্বরে অবস্থিত আজিজ ভেরাইটিজ স্টোরকে ২ হাজার টাকা সহ তিনটি প্রতিষ্ঠানকে মোট ৩৪ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

এ সময় সহযোগিতায় ছিলেন জুড়ী উপজেলার সেনেটারি ইন্সপেক্টর জনাব মো. আফসার আলী এবং জুড়ী থানা পুলিশ।

আপনার মন্তব্য

আলোচিত