সিলেটটুডে ডেস্ক

২৬ এপ্রিল, ২০১৮ ১৪:৪০

সিলেটের সড়ক ডিভাইডার অপসারণের দাবি ব্যবসায়ীদের

সিলেট নগরীর বন্দর বাজার, মহানজনপট্টি ও জেলরোডের ডিভাইডার অপসারণের দাবিতে ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  

বৃহস্পতিবার (২৬ এপ্রিল) দুপুরে সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের যৌথ উদ্যোগে নগরীর লালদিঘীরপাড়স্থ প্রতিষ্ঠানদ্বয়ের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  

সিলেট ব্যবসায়ী সমিতির সভাপতি জিয়াউল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন এবং যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আজিজুল হোসেন দুলালের যৌথ পরিচালনায় আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।  

সভায় বক্তারা দাবি দাওয়া তুলে ধরে বলেন, বন্দর বাজার ডিভাইডার, মহানজনপট্টি ও জেলরোডের ডিভাইডার যানবাহন যাতায়াতে মারাত্মক অসুবিধা সৃষ্টি করে। ব্যবসায়ীদের মালামাল লোড-আনলোড করতে ডিভাইডারগুলো কারণে অনেক সময় যানজট লেগে থাকে। তাছাড়া নগরীর রাস্তাগুলোতে মুক্ত যাতায়াত করতে ডিভাইডার সাধারণ নাগরিকসহ ব্যবসায়ীদের নানামুখী সমস্যায় ফেলে দেয়। তাই এ ডিভাইডারগুলো অপসারণ করার দাবি জানিয়ে আগামী ৩ মে সকাল ১১টায় সমিতিগুলোর উদ্যোগে রাজা জিসি হাইস্কুল প্রাঙ্গণে এক মানববন্ধন করা হবে। মানববন্ধনে ব্যবসায়ী নেতৃবৃন্দসহ সকলকে উপস্থিত থাকার আহ্বান জানান বক্তারা।  

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বদর উদ্দিন আহমদ কামরান বলেন, শান্তিপূর্ণ যে কোন কাজে আমি আপনাদের সাথে আছি। ডিভাইডারের কারণে যদি ব্যবসায়ীদের সমস্যা হয়ে থাকে তাহলে কর্তৃপক্ষ এর ব্যবস্থা নেবে। কোন ধরণের উশৃঙ্খলতা ছাড়া শান্তিপূর্ণভাবে দাবি দাওয়া আদায়ে ও যৌক্তিক আন্দোলনে ব্যবসায়ীদের পাশে আছি, থাকবো।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট চেম্বার অব কমার্সের সাবেক প্রেসিডেন্ট সালাহ উদ্দিন আলী আহমদ।

বক্তব্য রাখেন সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি দিলু মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল গফুর, ১নং সদস্য কানু মিয়া, চাল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. ফারুক আহমদ, মো. রুমিন আহমদ, সাদেক আহমদ, জুবেল আহমদ, বদরুল আহমদ মজনু, ফজল করিম, জুবের আহমদ, আবুল হোসেন, রাজা জিসি স্কুল রোডের ব্যবসায়ী আফতাব মিয়া, বশির মিয়া, স্বপন কর্মকার, আব্দুল গফফার মন্টু, জাহাঙ্গীর মিয়া, কয়েছ আহমদ, জিয়াউল হক, আজিজুল হোসেন, মো. ছালেক, হেলাল আহমদ, মো. দিলু মিয়া, দিলওয়ার হোসাইন, মো. ময়নুল ইসলাম, মো. জাহাঙ্গীর মিয়া, মো. রুহুল আমীন, মো. বদরুল আলম, আব্দুল করিম শরিফ, হায়দার খান, মজির হোসেন, মো. রহমত মিয়া, দিলীপ কুমার সাহা, মো. জুবের আহমদ, মো. সমছু মিয়া, অনিল সিনহা, মো. ফখরুজ্জামান, তুহিন জোয়ারদার, জাহিদ উদ্দিন, মো. ফুরকান আলী, মো. ফজল করিম, আহাদ, অছিউর রহমান, নানু, আহাদ, উত্তম ঘোষ, মুহিবুর রহমান, মো. আছাদ আহমদ, আব্দুল গফফার মিন্টু, আজিজুর রহমান, নিখন কুমার দাস, মো. আব্দুল জব্বার, আবুল কাসেম, নাচন, জুবায়ের আহমদ প্রমুখ।

এছাড়াও রাজা জিসি রোডের ব্যবসায়ী, স্বর্ণ ব্যবসায়ী সমিতি, কামালগড়, ছড়ারপাড়, মাছিমপুর এলাকার বাসিন্দারা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত