ছাতক প্রতিনিধি

২৬ এপ্রিল, ২০১৮ ১৫:১৫

ছাতকে প্রতিপক্ষের হামলায় আহত ব্যক্তির মৃত্যু

ছাতকে গরুর ধান খাওয়া নিয়ে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত নজরুল ইসলাম (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বুধবার (২৫ এপ্রিল) রাতে তার মৃত্যুর পর পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৪ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার এদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়।

পুলিশ জানায়, গত ২২ এপ্রিল সকাল প্রায় সাড়ে ৯টায় কালারুকা ইউনিয়নের ১নং ওয়ার্ডের নানশ্রী গ্রামের কালা মিয়ার পুত্র ফয়েজ উদ্দিনের ধান খায় একই গ্রামের নজরুল ইসলামের একটি গরু। এসময় কথা কাটাকাটির জের ধরে রহব উল্লাহর পুত্র ময়না মিয়া, ফয়েজ উদ্দিন, ফরিদ উদ্দিন, শামিম, তোতা মিয়াসহ কতিপয় লোক নজরুল ইসলামকে পিটিয়ে গুরুতর আহত করে।

পরে তাকে মুমূর্ষ অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ভাই নূরুল ইসলাম বাদী হয়ে মামলা (নং ২১, তাং ২৫.০৪.২০১৮ইং) করলে পুলিশ রাতেই মৃত রহব উল্লাহর পুত্র ময়না মিয়া (৫০) ও তোতা মিয়া (৪৮), ময়না মিয়ার পুত্র শামিম (২৬) ও মৃত কালা মিয়ার পুত্র ফয়েজ উদ্দিন (৩০)কে গ্রেপ্তার করে।

এব্যাপারে ইউপি সদস্য ফজলু মিয়া ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এর সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ছাতক থানার অফিসার্স ইনচার্জ আতিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় ৪জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আপনার মন্তব্য

আলোচিত