ছাতক প্রতিনিধি

২৭ এপ্রিল, ২০১৮ ০০:০৩

শুক্রবার ছাতকে আসছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান

শুক্রবার (২৭ এপ্রিল) সুনামগঞ্জের ছাতকে আসছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মনোনীত হওয়ার পর এ অঞ্চলের কৃতিসন্তান নজিবুর রহমানের ছাতকে এটাই প্রথম আগমন। শুক্রবার সকাল ৯টায় তিনি ছাতক পৌঁছবেন।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান ছাতকে পৌঁছে প্রথমে তাঁর গ্রামের বাড়ি ইসলামপুর ইউনিয়নের গনেশপুর গ্রামে যাবেন। পিতা-মাতার কবর জিয়ারত শেষে গ্রামের মুরব্বিদের সাথে মতবিনিময় করবেন তিনি।

সকাল ১১টায় ছাতক উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এলাকার জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সরকারি বিভিন্ন ভাতাপ্রাপ্ত উপকারভোগি, মিডিয়া ও গণ্যমান্য ব্যক্তি বর্গের সাথে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় তিনি যোগদান করবেন।

বেলা ২টায় ছাতক পৌরসভার নবনির্মিত পৌর ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান। পরে মধ্যাহ্ন ভোজ ও নবনির্মিত পৌর ভবন মাঠে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি।

সন্ধ্যায় পৌরসভা মাঠে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত