সিলেটটুডে ডেস্ক

২২ জুন, ২০১৫ ১৯:৫৯

নারী উদ্যোক্তারা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন : এডিসি সাবেরা

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাবেরা আক্তার বলেছেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেকই নারী। তাই তাদের উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। নারীদের উৎপাদনশীল কাজে এগিয়ে নিতে হলে সকলকে সহযোগিতা করতে হবে। নারী উদ্যোক্তারা নিজেদের পাশাপাশি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় এখনও পুরুষদের কর্তৃত্ব বেশী। সকল বাঁধা বিপত্তি ডিঙ্গিয়ে নারীদেরকে এগিয়ে আসতে হবে।

এসএমই ফাউন্ডেশন এর উদ্যোগে ‘বিএসটিআই সনদপত্র প্রাপ্তির পদ্ধতি’ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সোমবার দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির সমন্বয়কারী অনিতা দাশ গুপ্তার সভাপতিত্বে ও সোসাইটির সদস্য ফাহমীনা রিফাত নওরীনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি সালাহ উদ্দিন আলী আহমদ, বাংলাদেশ ব্যাংক, সিলেট-এর ডিজিএম শাখাওয়াত হোসেন ভূইয়া।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এসএমই ফাউন্ডেশন-এর এ্যাসিসটেন্ট প্রোগ্রাম অফিসার আবির হোসেন। সভায় প্রজেক্টরের মাধ্যমে কি-নোট প্রেজেন্ট করেন বিএসটিআই-এর এ্যাসিসটেন্ট ডাইরেক্টর আবু সাঈদ।

বিশেষ অতিথির বক্তব্যে সালাহ উদ্দিন আলী আহমদ বলেন, সিলেট অঞ্চলের নারী উদ্যোক্তারা খুবই সক্রিয়। প্রতিকুল পরিবেশের মধ্য দিয়ে নারীরা কাজ করেন। বর্তমান সরকারের দিক নির্দেশনায় বাংলাদেশ ব্যাংক নারীদের জন্য বেশ কয়েকটি পুনঃঅর্থায়ন তহবিল চালু করেছে। সরকারি বেসরকারি ব্যাংকগুলো নারী উদ্যোক্তদের সহজ শর্তে ঋণ দানে এগিয়ে আসলে নারীরা আরও এগিয়ে যাবে।

আপনার মন্তব্য

আলোচিত