সুনামগঞ্জ প্রতিনিধি

১৪ মে, ২০১৮ ১৭:৪২

সুনামগঞ্জে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

সুনামগঞ্জে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ মে) বেলা ১১টায় শহরের হাজীপাড়াস্থ সার্কিট হাউজের সম্মেলন কক্ষে দিনব্যাপী আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ এমরান হোসেন।

এছাড়া বক্তব্য রাখেন ইউএনডিপির কমিউনিকেশন আউটরিচ স্পেশালিস্ট অপর্ণা ঘোষ, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান প্রমুখ।

মতবিনিময় সভায় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সুনামগঞ্জের তাহিরপুর, বিশ্বম্ভরপুর ও তাহিরপুর উপজেলার ২০টি ইউনিয়নে গ্রাম আদালতের কার্যক্রম পরিচালিত হচ্ছে। গত ৮ মাসে তিনটি ৩৩৯ টি ফৌজদারি ও দেওয়ানী অভিযোগ গ্রাম আদালতে দায়ের করা হয়েছে। এসব অভিযোগের মধ্যে ৩৩৬টি অভিযোগ সামাজিক বিচার নিষ্পত্তি হয়েছে।

মতবিনিময় সভায় প্রধান অতিথি গ্রাম আদালতের কার্যক্রম নিয়ে তৃণমূল জনগণকে আরো সচেতন করার লক্ষ্যে কার্যকরী ভূমিকা পালনের আহ্বান জানান গণমাধ্যমকর্মীদের।

বাংলাদেশ সরকার, ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউএনডিপির আর্থিক সহযোগিতায় বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ দ্বিতীয় পর্যায়ের প্রকল্প, বাংলাদেশের দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর বিচারিক অধিকার নিশ্চিত করার জন্য দেশের ২৭টি জেলার ১০৮০টি ইউনিয়নে গ্রাম আদালতের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত