মাধবপুর প্রতিনিধি

১৫ মে, ২০১৮ ১৬:১৩

মাধবপুরের চৌমুহনী ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষণা

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৫ মে)দুপুরে উপজেলার চৌমুহনী ইউনিয়ন পরিষদের হল রুমে ২০১৮-১৯ অর্থ বছরে ২ কোটি ১৫ লক্ষ ১০ হাজার ৬শ ৭০ টাকার বাজেট পেশ করা হয়।

এ বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আপন মিয়া।

ইউপি সচিব শাহজাহান মিয়া এবং যুবলীগের সভাপতি আমিরুল ইসলাম লিটনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান আতাউর রহমান চৌধুরী সেলিম, উপজেলা জাপা সহসভাপতি আক্তার হোসেন মনির, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আ. খালেক, আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এনামূল হক শাহরাজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফরিদুর রহমান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছায়েদুর রহমান, সাবেক মেম্বার আ. রশিদ, সমাজসেবক মোস্তাফিজুর রহমান বাদশা, চৌমুহনী বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য সেলিনা আক্তার, বোরহান উদ্দিন ভূইয়া, আবু নাছির জালাল, ইদ্রিছ আলী প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত