শ্রীমঙ্গল প্রতিনিধি

১৬ মে, ২০১৮ ১৪:৪৮

লোকালয়ে অজগর, গিলে খেলো আস্ত ছাগল

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বন ছেড়ে লোকালয়ে এসে আস্ত ছাগল গিলে খেয়েছে একটি অজগর।

মঙ্গলবার (১৫ মে) দুপুরে উপজেলার লাউয়াছড়ার পার্শ্ববর্তী গ্র্যান্ড সুলতান রিসোর্ট সংলগ্ন লিচু বাড়ি এলাকায় এই ঘটনাটি ঘটে।

পরে খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণি সেবা ফাউন্ডেশন অজগরকে মঙ্গলবার বিকেলে উদ্ধার করে তাদের হেফাজতে নিয়ে যায়।

স্থানীয়রা জানান, সম্প্রতি উপজেলার লাউয়াছড়া বনের পার্শ্ববর্তী গ্র্যান্ড সুলতান রিসোর্ট সংলগ্ন লিচুবাড়ি এলাকার দোকানী বাচ্চু মিয়ার একটি ছাগলকে খেয়ে ফেলে অজগরটি। পরে ক্লান্ত হয়ে এক জায়গায় পড়ে থাকে। এসময় ছাগলের মালিকসহ এলাকাবাসী অজগরকে মারতে ছুটে আসে। এ খবর ছড়িয়ে পড়েলে এলাকাজুড়ে উৎসুক জনতার ভিড় জমে যায়। পরে বাংলাদেশ বন্যপ্রাণি সেবা ফাউন্ডেশন অজগরকে উদ্ধার করে।

এর আগে একটি হরিণকেও একইভাবে খেয়ে ফেলে ওই অজগর।

শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণি সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, প্রাণিটিকে আঘাত করা হয়েছে। প্রায় দেড়শত মানুষ একত্রিত হয়ে অজগরকে মেরে ফেলার জন্য আটকে রাখে। বন বিভাগের সহায়তায় আমরা এটিকে উদ্ধার করে নিয়ে আসি। অজগরটি এখন সামান্য অসুস্থ। সুস্থ হওয়ার পর এটিকে আবার বনে ছেড়ে দেওয়া হবে।

এ বিষয়ে বন্যপ্রাণি সেবক তানিয়া খান বলেন, আমরা বন নষ্ট করে প্রাণিদের জীবন হুমকিতে ফেলে দিচ্ছি। হয়ত খাবারের খোজে অজগরটি লোকালয়ে এসেছে।

আপনার মন্তব্য

আলোচিত