কমলগঞ্জ প্রতিনিধি

১৬ মে, ২০১৮ ২১:০৯

কমলগঞ্জে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অভিযান, চার প্রতিষ্ঠানকে জরিমানা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখতে মনিটরিংমূলক অভিযান পরিচালিত হয়েছে।

বুধবার (১৬ মে) বাণিজ্য মন্ত্রনালয়ধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে আইন লঙ্ঘনের দায়ে কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারে চারটি প্রতিষ্ঠানকে মোট ৬ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। এসময় জালাল স্টোরকে ২ হাজার টাকা, জনতা ফার্মেসীকে ১ হাজার টাকা, আজাদ স্টোরকে ২ হাজার টাকা এবং আলাই মিয়ার ফলের দোকানকে ১ হাজার টাকা।

অভিযানকালে রমজানের পবিত্রতা রক্ষায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য না বাড়িয়ে যৌক্তিক পর্যায়ে বিক্রি করার জন্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানানো হয়। এ সময় অভিযানে সহযোগিতায় ছিলেন কমলগঞ্জ উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর দুলাল মিয়া ও কমলগঞ্জ থানা পুলিশ।

আপনার মন্তব্য

আলোচিত