চুনারুঘাট প্রতিনিধি

১৭ মে, ২০১৮ ০০:১৯

ছাত্রীকে ‘ধর্ষণ’, ২০ হাজার টাকায় মীমাংসা

হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভায় ৫ম শ্রেণির এক ছাত্রীকে পর পর দুইদিন ‘ধর্ষণের’ ঘটনা ২০ হাজার টাকায় মীমাংসার অভিযোগ পাওয়া গেছে। ২ ও ৩ মে ঘটা এই ঘটনাটি ৪ মে কাজল মিয়া নামের এক স্থানীয় কাউন্সিলর ‘মামলা করে ফায়দা হবে না’ জানিয়ে ২০ হাজার টাকায় মীমাংসা করেন বলে জানা যায়।

বুধবার (১৬ মে) দুপুরে শিশুটির অবস্থা শোচনীয় হলে পুলিশ তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই সাথে রাতে শিশুর বাবা চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের করেন বলেও নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান।

তিনি বলেন, ‘পৌর এলাকার নতুন বাজারের মৃত শিরু মিয়ার ছেলে উজ্জ্বল মিয়া (৩৭) গত ২ ও ৩ মে পর পর দুই দিন শিশুটিকে ধর্ষণ করে। ৪ মে ১নং ওয়ার্ডের কাউন্সিলর কাজল মিয়া শিশুটির পরিবারকে ২০ হাজার টাকা দিয়ে ঘটনা ধামাচাপা দিতে বলেন।’

স্থানীয় বিভিন্ন সূত্র ও পুলিশ জানায়, শিশুটির পরিবার হত-দরিদ্র। হাওর এলাকায় দিন-মজুরি করে তাদের সংসার চলে। প্রতিদিনের মতো গত ২ মে শিশুটিকে বাড়িতে একা রেখে বাবা-মা হাওরে কাজে যায়। এই সুযোগে উজ্জ্বল মিয়া শিশুর বাড়িতে আসে এবং শিশুটিকে চেতনানাশক মিশ্রিত জুস দেয়। শিশুটি জুস খেয়ে অচেতন হয়ে পড়লে তাকে ‘ধর্ষণ’ করে উজ্জ্বল মিয়া। শিশুটি পরদিনও একইরকম পরিস্থিতির শিকার হয়।

শিশুটির বাবা-মা জানান, ৩ মে শারীরিকভাবে মারাত্মক অসুস্থ হয়ে আগের ঘটনাগুলো তাদের কাছে খুলে বলে শিশুটি। এরপর ঘটনাটি স্থানীয়রাও জেনে যান। পরে ৪ মে কাউন্সিলর কাজল মিয়া সালিশ ডেকে ২০ হাজার টাকা তাদের হাতে দিয়ে ঘটনার কথা ভুলে যেতে বলেন।

এ ব্যাপারে চুনারুঘাট পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর কাজল মিয়া বলেন, ‘মেয়ের পরিবার দরিদ্র। মামলা দিয়ে তারা কোনও ফায়দা পাবে না বলেই আমি ঘটনাটি সালিশে মীমাংসা করি। উজ্জ্বল মিয়ার কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা নিয়ে তা শিশুটির চিকিৎসার জন্য তার বাবা-মাকে দিয়েছি।’

ওসি কেএম আজমিরুজ্জামান বলেন, ‘ভিকটিমকে উদ্ধার করে মেডিক্যাল করানোর জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে বুধবার রাতে শিশুর পিতা বাদী হয়ে উজ্জ্বল মিয়াকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করেছেন। আশা করছি, দ্রুততম সময়ের মধ্যে উজ্জ্বল মিয়াকে গ্রেপ্তার করতে পারবো।’

আপনার মন্তব্য

আলোচিত