নিজস্ব প্রতিবেদক

২০ মে, ২০১৮ ০১:৫০

ভোলাগঞ্জে টাস্কফোর্সের অভিযানে ২৫ বোমা মেশিন ধ্বংস

সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ রেলওয়ে (বাঙ্কার) এলাকায় টাস্কফোর্স অভিযান চালিয়ে ২৫টি অবৈধ পাথর তোলার যন্ত্র (বোমা মেশিন) পে-লোডার দিয়ে ধ্বংস করেছে। শনিবার সকাল ১১টা থেকে এক টানা চার ঘণ্টা চলে এ অভিযান।

টাস্কফোর্স সূত্রে জানা গেছে, উচ্চ আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও একশ্রেণীর প্রভাবশালী পাথর ব্যবসায়ীরা ভোলাগঞ্জে বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন অব্যাহত রেখেছে। পাথরখেকো ওই চক্রটি ভোলাগঞ্জ রেলওয়ের সংরক্ষিত এলাকায় মেশিন বসিয়ে পাথর উত্তোলন শুরু করেছে। এভাবে পাথর তোলার খবর পেয়ে শনিবার টাস্কফোর্স সেখানে অভিযান চালায়।

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবুল লাইছ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সফিকুর রহমান খাঁন এর নেতৃত্বে টাস্কফোর্সের অভিযানে পুলিশ, বিজিবি ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরাও ছিলেন। অভিযানে ২৫টি বোমা মেশিন স্থাপনাসহ জব্দ করা হয়। পরে সেগুলো পাথর কোয়ারি এলাকায় পে-লোডার দিয়ে ধ্বংস করা হয়।

অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার জানান, অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান আরো জোরদার করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত