নিজস্ব প্রতিবেদক

২২ মে, ২০১৮ ০০:১৩

সরকারীকরণ হলো ফেঞ্চুগঞ্জের শতবর্ষী কাসিম আলী উচ্চ বিদ্যালয়

সরকারীকরণ হলো শতাধিক বছর থেকে শিক্ষার আলো ছড়িয়ে আসা বিদ্যাপীঠ কাসিম আলী মডেল উচ্চ বিদ্যালয়।

সিলেটের ফেঞ্চুগঞ্জের এই প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠানটিকে ২১মে সরকারীকরণ করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

কাসিম আলী উচ্চ বিদ্যালয়সহ সরকারীকরণের তালিকায় আরো ২৪ টি বিদ্যালয় রয়েছে।

প্রধানমন্ত্রীর ঘোষণার পর বিভিন্ন দফায় ১৯৯টি বেসরকারি কলেজ এবং ৩০৩টি হাইস্কুল জাতীয়করণের ব্যাপারে প্রধানমন্ত্রী নীতিগত অনুমোদন দিয়েছেন। দেশে বর্তমানে ৩৩৫টি সরকারি হাইস্কুল এবং ৩৩১টি কলেজ আছে। এর সঙ্গে নতুন করে ২৪টি সরকারি হাইস্কুল যুক্ত হলো।

বিদ্যালয়টি সরকারি করনের খবরে আনন্দ প্রকাশ করেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাবিদ আহমেদ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, শতবর্ষী বিদ্যালয়টি সরকারী করন হওয়ায় শিক্ষাদান বেগবান হবে।

এ বিদ্যালয়ের শিক্ষার্থী আজিম বলেন, আমাদের স্কুল সরকারীকরণ হওয়ায় আমরা খুশি। এজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমাদের স্কুল আরও একধাপ এগিয়ে গেল।

উল্লেখ্য, ১৯১৫ সালে স্থাপিত হয় ফেঞ্চুগঞ্জের কাসিম আলী উচ্চ বিদ্যালয়।

আপনার মন্তব্য

আলোচিত