কমলগঞ্জ প্রতিনিধি

২২ মে, ২০১৮ ২২:০০

কমলগঞ্জে ৩টি উন্নয়নমূলক কাজের উদ্বোধন

মৌলভীবাজারের কমলগঞ্জে ৩টি উন্নয়ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করলেন সাবেক চিফ হুইপ মো. আব্দুস শহীদ এমপি।

মঙ্গলবার (২২ মে) পৃথক পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন করেন তিনি।

মৌলভীবাজারের কমলগঞ্জ-শ্রীমঙ্গল আর এইচ ডি-ফুলবাড়ী চা বাগান ভায়া ফুলবাড়ী জিপিএস সড়ক নির্মাণ কাজের উদ্বোধনকালে আব্দুস শহীদ বলেন, আমরা উন্নয়নে বিশ্বাসী। শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার। আওয়ামীলীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই দেশের উন্নয়ন হয়েছে। দেশজুড়ে উন্নয়নের কারণে দেশবাসী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় দেখতে চায়।

এসময় তিনি সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে দেশের মানুষের কল্যাণে এগিয়ে আসার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

মৌলভীবাজার সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধানে সড়কটির নির্মাণ কাজের ব্যয় ২৮ লাখ ৯৫ হাজার টাকা ধরা হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলগঞ্জ  উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমেদ, উপজেলা প্রকৌশলী কিরণ চন্দ্র দেবনাথ, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল, কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান,  যুবলীগ নেতা আমাম হোসেন সোহেলসহ স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এছাড়া কমলগঞ্জে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ এর আওতায়, এলজিইডি ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ৭৫ লাখ ৮৭ হাজার ৪৬৩ টাকা বরাদ্দে ৩টি উন্নয়নমূলক কাজ উদ্বোধন করা হয়েছে।

প্রকল্প গুলো হচ্ছে- ২৮ লাখ ৯৫ হাজার টাকা ব্যয়ে কমলগঞ্জ-শ্রীমঙ্গল-আর এইচ ডি-ফুলবাড়ী চা বাগান ভায়া ফুলবাড়ী জিপিএস ৫০০ মিটার সড়ক পাকাকরন কাজের উদ্বোধন, ২৫ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে কমলগঞ্জ-শ্রীমঙ্গল আর এন্ড এইচ লঙ্গুরপাড় ৫০০ মিটার সড়ক পাকাকরন কাজের উদ্বোধন ও ২১ লাখ ৪২ হাজার ৪৬৩ টাকা ব্যয়ে সি এন্ড বি বালিগাঁও ৫০০ মিটার সড়ক পাকাকরন কাজের উদ্বোধন।

এদিকে কমলগঞ্জ উপজেলার সম্প্রতি বজ্রপাতে নিহতদের পরিবার ও আহতদের মধ্যে নগদ অর্থ সহায়তাও প্রদান করেন আব্দুস শহীদ এমপি।

মঙ্গলবার (২২ মে) বিকেলে কমলগঞ্জের শমশেরনগর ক্যামেলিয়া হাসপাতালে বজ্রপাতে আহত চা শ্রমিকদের দেখতে যান তিনি। এ সময় বজ্রপাতে আহত ৫ জন চা শ্রমিককে ১৫ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়।

এসময় কমলগঞ্জ পৌর মেয়র, ইউপি চেয়ারম্যান, আওয়ামীলীগ, যুবলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত