বড়লেখা প্রতিনিধি

২৩ মে, ২০১৮ ১৯:৪৫

বড়লেখায় পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি ও মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার আইনে পাঁচ প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৩ মে) বড়লেখা পৌর শহর ও পাখিয়ালা এলাকায় স্থানীয় প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন বড়লেখা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মো. শরীফ উদ্দিন।

অভিযানের সময় উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মো. আফসার আলী প্রমুখ। অভিযানে পানিধার এলাকায় সিরাজ অ্যান্ড সন্সকে তিন হাজার টাকা, কামাল এন্টারপ্রাইজকে এক হাজার টাকা, পৌর শহর এলাকায় রিয়া স্ন্যাক্সকে চার হাজার টাকা, আবুল অ্যান্ড ব্রাদার্সকে পাঁচ হাজার টাকা এবং এনাম অ্যান্ড ব্রাদার্সকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত