ওসমানীনগর প্রতিনিধি

২৪ মে, ২০১৮ ২৩:৪০

‘ভিক্ষুকরা স্বাবলম্বী হলে জীবনের লাঞ্ছনা বঞ্চনার অবসান ঘটবে’

সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামান বলেছেন ভিক্ষুকদের চাহিদা অনুযায়ী পুনর্বাসন করে ওসমানীনগর তথা এ অঞ্চলকে ভিক্ষুক মুক্ত এলাকা ঘোষণা করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্প হিসেবে ভিক্ষুক পুনর্বাসনকে সর্বোচ্চ প্রাধান্য দেয়া হচ্ছে। যারা পথে পথে মানুষের দ্বারে দ্বারে হাত পেতে ভিক্ষা করত ভিক্ষুক পুনর্বাসনের মাধ্যমে এক দিকে যেমন ভিক্ষুকরা স্বাবলম্বী হবে অন্য দিকে মানুষের নিকট থেকে পাওয়া লাঞ্ছনা আর বঞ্চনার অবসান ঘটবে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ওসমানীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত ভিক্ষুক পুনর্বাসনের প্রথম ধাপ ভিক্ষুকদের মধ্যে স্বাস্থ্য সেবা কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মইনুল হক চৌধুরী, ওসমানীনগর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যা। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক ভিক্ষুকদের পুনর্বাসন প্রকল্পের প্রথম ধাপে বৃহস্পতিবার ৪০জন ভিক্ষুকের মধ্যে স্বাস্থ্য সেবা কার্ড বিতরণ করনে। আগামী ৩/৪ দিনের মধ্যে উপজেলা ৮টি ইউপির প্রায় দুই শতজন ভিক্ষুকের মধ্যে স্বাস্থ্য সেবা কার্ড বিতরণ করা হবে।

এরআগে জেলা প্রশাসক নুমেরী জামান ওসমানীনগর উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে উপজেলার উন্নয়নমূলক কর্মকাণ্ডের বাস্তবায়ন অগ্রগতি বিষয়ে এক মতবিনিময় সভায় মিলিত হন। দুপুর ১টায় তাজপুর মঙ্গলচণ্ডী নিশি কান্ত মডেল উচ্চ বিদ্যালয়ে মুক্তিযুদ্ধ কর্নার ও সততা স্টলের উদ্বোধন করে জেলা প্রশাসক নুমেরী জামান।

উদ্বোধন শেষে তিনি উপস্থিত ছাত্র ছাত্রীদের উদ্যোগে বলেন, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমাদের দেশ স্বাধীন হয়েছে মুক্তিযুদ্ধের আমাদের অনেক গৌরবময় ইতিহাস রয়েছে সেই সময়ের সঠিক ইতিহাস ছাত্র ছাত্রীদের জানতে হবে। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা বুকে লালন করে এগিয়ে যেতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুর রহমান, ওসি মোহাম্মদ সহিদ উল্যা, উপজেলা আ'লীগের সভাপতি আতাউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আবদাল মিয়া, মঙ্গলচণ্ডী নিশি কান্ত মডেল উচ্চ বিদ্যালয়ের সভাপতি অধ্যক্ষ ড. এনামুল হক সরদার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ছুরাব আলী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আফতাব আহমদ, প্রধান শিক্ষক শহীদ হাসান, সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতা কমরেড আফরোজ আলী, শিক্ষানুরাগী মুজাহিদ আলী, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুবেল আহমদ সেকেল, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অরুণোদয় পাল ঝলক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক চঞ্চল পাল, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য কাজী আজাদ মিয়া, মজনু মিয়, আবুল লেইচ, জাকিয়া সুলতানা বাবলী, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ, সহযোগী সদস্য কবির আহমদ, সাংবাদিক মুহিব হাসান।

মঙ্গলচণ্ডী নিশি কান্ত মডেল উচ্চ বিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক তাজপুর ভূমি অফিস, ইউনিয়ন পরিষদ, গোয়ালাবাজার ব্রাহ্মণ গ্রাম কমিউনিটি ক্লিনিক ও একটি বাড়ি একটি খামার ব্রাহ্মণ গ্রাম সমিতি পরিদর্শন করেন।

জেলা প্রশাসক নুমেরী জামান এর আগে সকাল ১১টায় ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে এসে পৌছলে ইউএনও মো. আনিসুর রহমান ও ওসি মোহাম্মদ সহিদ উল্যা তাঁকে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করেন।

এরপর পরই ওসমানীনগর থানার একদল পুলিশ জেলা প্রশাসককে সালাম জানায়। সালাম গ্রহণ করে জেলা প্রশাসক ওসমানীনগর থানা পরিদর্শন করেন।

আপনার মন্তব্য

আলোচিত