নিজস্ব প্রতিবেদক

২৫ মে, ২০১৮ ১২:০০

ওসমানি মেডিকেলের সাবেক উপ-পরিচালকের বিরুদ্ধে দুদকের মামলা

সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক উপ-পরিচালক আব্দুস সালামসহ চার জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ভুয়া দরপত্রের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করে দুদক।  

বৃহস্পতিবার (২৪ মে) সন্ধ্যায় দুদক সিলেটের উপ-সহকারী পরিচালক মাহবুবুল আলম বাদী হয়ে কোতোয়ালি থানায় দুইটি মামলা করেন বলে জানান ওসি গৌসুল হোসেন।

মামলার অন্য আসামিরা হলেন ঠিকাদার আব্দুল কুদ্দুস, আবু তাহের এবং জাকির হোসেন।

ওসি বলেন, এজাহারে বলা হয় ২০১৫ থেকে ২০১৬ সাল পর্যন্ত এক বছরে আব্দুস সালাম উপ-পরিচালকের দায়িত্বে থাকাকালীন ঠিকাদারদের সঙ্গে যোগসাজশে করে ভুয়া বিল এবং দরপত্রের মাধ্যমে দুই দফায় এক কোটি ৮৭ লাখ ৭৪ হাজার টাকা আত্মসাৎ করেন।

আসামিরা প্রথম দরপত্রে এক কোটি ৫৭ লাখ ৯৬ হাজার ও দ্বিতীয় দরপত্রে ২৯ লাখ ৭৮ হাজার টাকা আত্মসাৎ করেন। দুদক বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়া তাদের বিরুদ্ধে এ মামলা করেছে বলে জানান ওসি।

আপনার মন্তব্য

আলোচিত